Advertisment
Presenting Partner
Desktop GIF

Devi Chowdhurani shooting Wrap Up : ‘শ্যুটিং শেষে তৃপ্তি লাগছে’, দেবী চৌধুরানীর কাজ সেরে স্বস্তিতে সব্যসাচী

শেষ হল দেবী চৌধুরানীর শ্যুটিং। সব্যসাচী চক্রবর্তীর শারীরিক অসুস্থতার জন্য শ্যুটিং শেষ করতে বেশ খানিকটা পিছিয়ে গিয়েছিল। অবশেষে শেষ হল সিনেমার শ্যুটিং। এই প্রসঙ্গে কী বলছেন শুভ্রজিৎ-সব্যসাচী?

author-image
Kasturi Kundu
New Update
চৌধুরানীর কাজ শেষ

চৌধুরানীর কাজ শেষ

Devi Chowdhurani shooting Wrap Up : মূল ধারা বাণিজ্যিক ছবির পাশাপাশি ছক ভাঙা সিনেমা আজকাল দর্শককে হলমুখী করছে। তাই অন্য ঘরানার ছবিতেও মাত দিচ্ছে টলিউড। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ছবি বরাবরই দর্শককে আকৃষ্ট করে। উপন্যাসের পাতা থেকে নেওয়া কাহিনি ও ঐতিহাসিক ঘটনাবলীর সংযোজনে এবার ছবি তৈরি করেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। তাঁর নির্দেশনায় তৈরি হয়েছে দেবী চৌধুরানী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস থেকে সংগৃহীত দেবী চৌধুরানীর কাহিনি। এই ছবির একাধিক তথ্য আগেই পাঠকদের সঙ্গে শেয়ার করা হয়েছে। লেটেস্ট আপডেট, শেষ হয়েছে পরিচালক শুভ্রজিৎ মিত্র-র দেবী চৌধুরানীর শ্যুটিং। দশঘড়া চকদিঘির বাগানবাড়িতে কাজ শেষ করলেন পরিচালক।

Advertisment

প্রসঙ্গত, টলিউডের বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন শ্যুটিং পিছিয়ে যায়। স্থগিত থাকা সেই শ্যুটিংয়ের কাজ শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। উল্লেখ্য, এই ছবিতে জমিদার হরবল্লভের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ফেলুদা সব্যসাচীকে। তাঁর ছেলের চরিত্রে অভিনয় করেছেন আরজি কর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ কিঞ্জল নন্দ। ব্রজেশ্বরের ভূমিকায় দর্শকের দরবারে ধরা দেবেন অভিনেতা।

বাবা-ছেলের চরিত্রে সব্যসাচী-কিঞ্জলের লুক এবার প্রকাশ্যে। দেবী চৌধুরানীর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টলি ক্যুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁদের শ্যুটিং আগেই শেষ হয়ে গিয়েছে। পরিচালকের সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয়। শ্যুটিং দেরিতে শেষ হওয়ার সঙ্গে কিঞ্জল নন্দার কোনও যোগ আছে কিনা জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, না, কিঞ্জলের জন্য কোনও সমস্যা হয়নি। সব্যসাচী চক্রবর্তী অসুস্থ থাকার জন্যই শ্যুটিং নির্দিষ্ট সময়ের পরে শেষ হল।'

অন্যদিকে সব্যসাচী চক্রবর্তীর মতে, আমার অসুস্থতার কারমে শ্যুটিংয়ে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আজ শ্যুটিং শেষ হচ্ছে, তৃপ্তি লাগছে। অ্যাডিটেড মোশন পিকচার্স এবং লোক আর্টস কালেকটিভ প্রযোজিত ছবিটি মুক্তি পাবে ২০২৫-এ।' দেবী চৌধুরানীর সঙ্গে তৎকালীন ঐতিহাসিক তথ্যের মিশ্রনে তৈরি কল্পকাহিনি দর্শকের মনে দাগ কাটতে পারে কিনা সেটা তো সময় বলবে।

আরও পড়ুন : 'ভুল ভুলাইয়া ৩'-র পর 'ভূতনাথ ৩'? শাহরুখ-অমিতাভের কামব্যাক ঘিরে চর্চা তুঙ্গে

Bengali Film Industry Bengali Cinema Bengali Actor
Advertisment