Devlina Kumar: আজ অনেকের বাড়িতেই লক্ষ্মী আরাধনা চলছে। গতকাল রাতের পরে, আজ সকাল থেকে মহালক্ষ্মী আরাধনা চলছে। মহানায়কের বাড়িতেও গতকাল ঠাকুর বরণের মাধ্যমে শুরু হয়েছে উৎসব।
অভিনেত্রী দেবলীনা কুমার এবং ত্বরিতা চট্টোপাধ্যায় নিয়ম মেনে গঙ্গাজল দিয়ে ঠাকুর বরণ করে নেন। যদিও, গতকাল দেবলীনা ব্যস্ত ছিলেন নিজের বাড়ির পুজোয়। তাঁর নাচের স্কুলেও পূজা হয়। সেই পুজোই সেরেছেন তিনি গতকাল। তাঁর সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ির পুজোয় তাঁকে দেখা গিয়েছে সক্রিয় ভাবে।
ছেলের জন্মদিনে টলিউডকে এক করলেন জিৎ, এক ফ্রেমে বাঁধা পড়লেন সুন্দরীরা...
নিজের নাচের স্কুলের লক্ষ্মীপুজোর শ্রী বানানো থেকে শুরু করে, পুজোর সমস্ত কাজ তিনি নিজের হাতে করেছেন। নীল রঙের শাড়ি, সেজেগুজে দেবলীনা নিজের বাপের বাড়ির পুজো থেকেই ছবি ভিডিও সব শেয়ার করলেন। অভিনেত্রী, মা লক্ষ্মীর চারপাশে প্রদক্ষিন করেই, তাঁকে বরণ করে ঘরে তুললেন।
অভিনেত্রী নিজের বাপের বাড়ির ছবি শেয়ার করে লিখলেন, শুভ কোজাগরী। আমার নাচের স্কুলের লক্ষী পুজো। যদিও, এখনো মহানায়কের বাড়ির পুজোর ছবি প্রকাশ্যে আসেনি। তবে, সকাল হতেই ত্বরিতা সুব্রতা চট্টোপাধ্যায়ের শাড়ি পরে একটি ছবি আপলোড করেছেন।
ইয়ালিনিকে দেখতে কার মতো? শুভশ্রীর মেয়েকে নিয়ে বড় কথা রাজের বন্ধুর
উল্লেখ্য, প্রতিবছর নিজের মত করেই দুই বাড়ির পুজো আয়োজন করেন তিনি। মহানায়কের বাড়ির পুজোয় ছেলেরা সমান অংশ নেন। গৌরব কিংবা সৌরভকে বেশ সক্রিয় ভূমিকায় দেখা যায়। গতবছরও তাঁর অন্যথা হয়নি।