Advertisment
Presenting Partner
Desktop GIF

কোভিডের বাড়বাড়ন্তে রাজ্য সরকারকে দোষারোপ! 'ভুল হলেও মুখ্যমন্ত্রী লড়ছেন', প্রতিবাদী দেবলীনা

কোভিড মোকাবিলায় মুখ্যমন্ত্রীর সমালোচকদের ধুয়ে দিলেন অভিনেত্রী তথা বিধায়ক-কন্যা দেবলীনা কুমার।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Devlina Kumar on Bengal Covid cases, Devlina Kumar, দেবলীনা কুমার, কোভিডের বাড়বাড়ন্ত নিয়ে মমতাকে দোষারোপ, করোনা পরিস্থিতি নিয়ে দেবলীনা, bengali news today

দেবলীনা কুমার

গত কয়েক দিনের রিপোর্টের নীরিখে, কলকাতায় করোনা (Covid Cases in Kolkata) সংক্রমণ ছাড়িয়েছে প্রায় ১০ গুণের বেশি। বড়দিন কিংবা বর্ষবরণের রাতের ভিড়কেই সংক্রমণের এহেন বাড়বাড়ন্তের নেপথ্যে দায়ী করা হচ্ছে। আঙুল উঠেছে প্রশাসনের দিকেও। কেন উৎসবের মরসুমে রাশ টানেনি রাজ্য সরকার? কেনই বা বিশেষ বিধি নিষেধ জারি করা হয়নি? এহেন অজস্র প্রশ্ন তুলে সমালোচিত হতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। এবার সেই প্রেক্ষিতেই সরব হলেন অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)। অভিনেত্রীর সাফ কথা, "ভুল হলেও মুখ্যমন্ত্রী কোভিড পরিস্থিতির সঙ্গে লড়ে যাচ্ছেন।"

Advertisment

প্রসঙ্গত, দেশের বড় শহরগুলির মতো কলকাতাতেও করোনা সংক্রমণের সংখ্যা হু-হু করে বেড়ে চলেছে। এখনই রাশ না টানলে আগামী কয়েক সপ্তাহে তা বিধ্বংসী আকার ধারণ করতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। দুয়ারে ওমিক্রন কড়া নাড়লেও কেন যথাযথ ব্যবস্থা নেননি মুখ্যমন্ত্রী? প্রশ্ন তুলেছেন বিরোধী শিবিরের অনেকেই। এছাড়া, ডিসেম্বরের গোড়ার দিকে পুরভোটের প্রচার, জমায়েত, মিটিং-মিছিল সবমিলিয়ে দূরত্ব বিধিও শিকেয় উঠেছিল। এরপর গোদের ওপর বিষফোঁড়ার মতো পার্কস্ট্রিটে বড়দিনের উপচে পড়া ভীড়! মানুষের ঢল… দেখে নেটজনতাদের প্রশ্ন, "প্রশাসন কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল?" পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে নেটমাধ্যমে দেদার সমালোচনা চলছে, সেটি হল রাজ্যের পড়ুয়াদের ভবিষ্যৎ। উৎসবের মরসুমে ছাড় দিয়ে স্কুল-কলেজ বন্ধের নির্দেশ কেন? প্রশ্ন তুলেছেন অনেকেই। এবার সমালোচনার প্রেক্ষিতেই জবাব দিতে এগিয়ে এলেন দেবলীনা কুমার।

<আরও পড়ুন: কী কাণ্ড! বিয়ের ২৪ বছর পর আইবুড়ো ভাত খেলেন অপরাজিতা আঢ্য, দেখুন ভিডিও>

রাজ্যের শাসক দলের বিধায়ক দেবাশীষ কুমারের মেয়ে দেবলীনা। ছোট থেকেই রাজনীতির সঙ্গে পরিচিত বাবার সুবাদে। গত বিধানসভা নির্বাচনের আগেও বাবার হয়ে প্রচার করেছিলেন তিনি। অতঃপর মমতা সরকারের সমালোচনা হলে দেবলীনা যে মুখ খুলবেন সেটাই স্বাভাবিক। এর আগেও একাধিকবার তৃণমূলের সমর্থনে পোস্ট করেছেন তিনি। আর এবার রাজ্যে করোনার বাড়বাড়ন্তের জন্য নেটজনতা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করালেও, প্রতিবাদী আওয়াজ তুললেন অভিনেত্রী দেবলীনা কুমার।

দেবলীনার কথায়, কিছু অদ্ভূত মানুষ আছেন সোশ্যাল মিডিয়ায়, "তাঁরা সবকিছুতেই অখুশি। তাদের ভাবখানা এমন, যেন তাঁরা অতি বিজ্ঞ। আর আমাদের সরকার অজ্ঞ। যদিও তাঁরা ভোটের দিনে আবার কষ্ট করে রাস্তায় বের হন না। হালকা চালে থাকেন। মুখ্যমন্ত্রীও আপনাদের মতোই প্রথমবার কোভিড পরিস্থিতির মোকাবিলা করছেন। ভুল হচ্ছে, কিন্তু উনি লড়ে যাচ্ছেন!" শুধু তাই নয়, আরও একধাপ পেরিয়ে সমালোচকদের তকমা দিয়েছেন, "তাঁরা ইঙ্গ মায়ের, বঙ্গ সন্তান!"

উল্লেখ্য, উৎসবের আনন্দ চেটেপুটে উপভোগ করার পরিণাম যে কত ভয়াবহ তা এখন মানুষ হারে হারে বুঝতে পারছেন। গত কয়েকদিনে সংক্রমণের উর্দ্ধমুখী গ্রাফ স্বাস্থ্যকর্মীদের কপালে ভাঁজ ফেলে দিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc kolkata news Mamata Banerjee tollywood Entertainment News Devlina Kumar
Advertisment