Devlina Kumar: 'ঘুম থেকে উঠে দেখলাম খাটের পাশে...', রোজ ডে-তে গৌরবের সারপ্রাইজে গদগদ দেবলীনা

Devlina Rose Day: ৭ ফেব্রুয়ারি রোজ ডে। প্রেমের সপ্তাহের শুরুতেই প্রিয়তমা দেবলীনাকে সারপ্রাইজ দিলেন গৌরব। অন্যদিকে দেবলীনা সিঙ্গলজের উদ্দেশে কী লিখলেন?

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
devlina kumar-valentines day

devlina kumar-valentines day: প্রেমের দিবসে কী বিশেষ হল দেবলীনার সঙ্গে? Photograph: (Instagram)

Devlina-Gourab Rose Day:ফেব্রুয়ারি মানেই প্রেমের মাস। হালকা শীতের আমেজে ভালবাসার মানুষটির হাত ধরে একে অপরের ভালবাসায় হারিয়ে যাওয়ার সময়। ৭ ফেব্রুয়ারি 'রোজ ডে' দিয়ে শুরু প্রেমের সপ্তাহ। কেউ ভালবাসে লাল-হলুদ গোলাপ তো কেউ আবার সাদা গোলাপের স্নিগ্ধতায় মনের মানুষের বুকে মাথা রেখে সুবাস নিতে ভালবাসে।

Advertisment

দীর্ঘদিন মনের ভিতর জমে থাকা ভালবাসার বর্হিপ্রকাশের জন্য গোলাপ যেন আদর্শ মাধ্যম।  রোজ ডে-তে একটা গোলাপ দিয়ে প্রেয়সীকে প্রেমের ভাষা বুঝিয়ে দেয় কত না প্রেমিক! ভালবাসা যখন পূর্ণতা পায় অর্থাৎ বিয়ের পরও এই 'রোজ ডে'-র সেই মহিমা যেন প্রেমিক মনে কখনই ফিকে হয় না। তারই উজ্জ্বল দৃষ্টান্ত উত্তমকুমারের নাতি গৌরব।

রোজ ডে উপলক্ষে প্রিয়তমার খাটের পাশে একগোছা সাদা গোলাপ রেখে সারপ্রাইজ দিয়েছেন। ঘুম থেকে উঠেই যাতে আদুরে বউয়ের মন একেবারে খুশিতে ভরে যায়। দেবলীনা কুমার ইনস্টা স্টোরিতে প্রেমের সপ্তাহে সেই ভালবাসাময় উপহারের ছবি শেয়ার করেছেন।

Advertisment

সেই সঙ্গে ঘুম থেকে উঠে গোলাপের সুবাসে মনের ভিতর যে প্রেমের বসন্ত বয়ে যায় সেই উপলব্ধি সেটাও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। রোজ ডে-তে গৌরব কীভাবে সারপ্রাইজ দিলেন দেবলীনাকে? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে অভিনেত্রী বলেন, 'সকাল থেকে তো আমাদের দেখাই হয়নি। ঘুম থেকে উঠে দেখলাম খাটের পাশে টেবিলে রাখা আছে। দুজনেই তো আমরা শুটিংয়ে বেরিয়ে গিয়েছি।'

মজা করে বলেন, 'এখন তো বিয়ে হয়ে গিয়েছে। আর বিয়ের পর যেমন হয় তেমনই।' রোজ ডে-তে দেবলীনার সংযোজন, 'গোলাপ আমার খুবই ভাল লাগে। তা সে সাদা হোক বা লাল। আমিও ওঁর জন্য গোলাপ পাঠিয়েছি। তবে শুটিংটা পরে ক্যানসেল হয়েছ। সেই জন্য বাড়িতেই অনলাইনে পাঠিয়ে দিয়েছি। না হলে প্রথমে ভেবেছিলাম ফ্লোরেই পাঠাব।' 

প্রেমের সপ্তাহের শুরুতেই সাবেক সাজে চোখে দূরবীন নিয়ে 'সিঙ্গল' তাঁদের উদ্দেশে মজার করে বলেছেন, যারা এই মুহূর্তে সিঙ্গল, তাঁরা তাঁদের ভ্যালেনটাইন খুঁজতে থাকুন।' আর প্রেমিকযুগলদের ভালবাসায় থাকার কথা বললেন দেবলীনা। সরস্বতী পুজো তো বাঙালির ভ্যালেনটাইন ডে। তাই ওই দিন হলুদ পঞ্জাবিতে সুসজ্জিত গৌরব আর তাঁর পাশে শাড়ি পরে একগাল হেসে হাসিমুখে পোজ দিয়েছেন দেবলীনা। ক্যাপশনে মজা করে লিখেছেন, 'এমন জুটি আর পাবেন?'

Bengali Cinema Bengali Actress Bengali Film Devlina Kumar Gourab Chatterjee Bengali Film Industry