Devlina Kumar: উত্তম কুমার যদি হিরো হন তাহলে যে কোনও চরিত্রে হ্যাঁ বলা যায়: দেবলীনা

Devlina Kumar-Uttam Kumar: সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ অভিনেত্রী দেবলীনা কুমার। সাদা-কালো আবহে একটি ছবি পোস্ট করে মনের কোন ইচ্ছের কথা জানালেন গৌরব ঘরণী?

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
acasdc

মহানায়কের নস্ট্যালজিয়ায় দেবলীনা কুমার

Devlina Kumar Wish: সাদা-কালো ক্যানভাসে এ যেন এক অন্য দেবলীনা। বিকিনিতে যেমন সাহসী, দেশি লুকে ঠিক ততটাই স্নিগ্ধ। শাড়ির সঙ্গে খোলা চুল আর কাজল কালো চোখে মনের ইচ্ছের কথা শেয়ার করলেন অভিনেত্রী। যদি দাদাশ্বশুরের নায়িকা হতে পারতেন তাহলে মন্দ হতো না। দীর্ঘদিনের অভিনয় কেরিয়ারে ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করেছেন গৌরব ঘরণী দেবলীনা কুমার। আজ হঠাৎ মহানায়কের বিপরীতে যদি নায়িকা হতে পারতাম...

Advertisment

এমন বাসনা কেন জাগল? যদি কখনও সুযোগ পেতেন কোন চরিত্রে অভিনয় করতে চাইতেন? ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল দেবলীনার সঙ্গে। তিনি বলেন, 'মনে কখন কী ইচ্ছে হয় সেটা তো বিজ্ঞানও আজ পর্যন্ত বলতে পারেনি। আজ এই ছবিটা দেখে আমার যা মনে হয়েছে সেটাই লিখেছি। নিজের এই ছবিটা দেখে মনে হল যদি মহানায়কের বিপরীতে নয়িকা হতে পারতাম...। উত্তম কুমার যদি হিরো হন তাহলে যে কোনও চরিত্রেই হ্যাঁ বলা উচিত। সুচিত্রা সেন থেকে অপর্ণা সেন, শর্মিলা ঠাকুর টু মাধবী মুখোপাধ্যায় সে যেই হোক না কেন।'

Advertisment

দেবলীনা আরও বলেন, 'এটি রাসের একটি অনুষ্ঠানের ছবি। বাঙালি গল্পের মোড়কে তৈরি এই সিনেমার গল্পে সাদা-কালো জমানার সিক্যোয়েন্সের জন্য এই ধরনের সাজসজ্জা ছিল। এতদিন ধরে যে রাসযাপন করতে করতেই বাঙালিয়ানা-পুরনো দিনের সংস্কৃতির সঙ্গে মিশে গিয়ে মহানায়কের নস্ট্যালজিয়ায় ভেসে গিয়েছিলাম। তাই অন্তরের ইচ্ছের কথাটা লিখেই ফেললাম। অনেক ক্যাপশনই তো মাথায় আসে, আজ এটা মনে হল।'

মহানায়ক উত্তম কুমারের বায়োপিকে যদি নায়িকা হওয়ার সুযোগ পান? উত্তরে দেবলীনা বলেন, 'একজন অভিনেত্রী হিসেবে যদি আমার স্ক্রিপ্ট পছন্দ হয় তাহলে নিশ্চয়ই করব। কিন্তু, আমার পোস্ট ঘিরে রয়েছে শুধুই উত্তম নস্ট্যালজিয়া।'  

প্রসঙ্গত, চলতি বছর রাস পূর্ণিমার দিনই কলকুশলীদের নিয়ে নতুন ছবির কথা ঘোষণা করেছিলেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। প্রথমবার জুটি বাঁধছেন বিক্রম চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। যৌথ বাঙালি পরিবার আজ প্রায় বিলীন! সেই হারিয়ে যাওয়া একান্নবর্তী বাঙালি পরিবারের আভ্যন্তরীন ভালবাসা, সম্পর্ক আর মূল্যবোধেরই কাহিনি এই 'রাস'। সেখানে বিক্রম-দেবলীনার 'রাসলীলা' দর্শকের মনে কেমন প্রভাব ফেলে এখন শুধু তারই অপেক্ষা।

Bengali Cinema Bengali Actress Bengali Television Bengali Film Devlina Kumar Bengali Film Industry