/indian-express-bangla/media/media_files/2025/05/29/AKREoHl1g8VsPC15b6ko.jpg)
দ্বিতীয়বার মা হচ্ছেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী?
Devoleena Bhattacharjee Pregnancy: টেলি দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ দেবলীনা ভট্টাচার্য। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক সাথ নিভানা সাথিয়া-তে অভিনয়ের সুবাদে দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। যদিও এই মুহূর্তে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন দেবলীনা। তবে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখনও ভক্তদের কাছাকাছি থাকেন অভিনেত্রী। কানাঘুষো ফের মা হতে চলেছেন দেবলীনা ভট্টাচার্য। শাহনাওয়াজের সঙ্গে দেবলীনার একটি ছবি ঘিরে অন্তঃসত্ত্বা গুঞ্জনের সূত্রপাত। নেটনাগরিকের একাংশের অনুমান, দ্বিতীয়বার মা হচ্ছেন দেবলীনা। তবে সেই গুঞ্জনকে নস্যাৎ করে দিয়েছেন খোদ অভিনেত্রী।
Telly Talk-কে দেওয়া সাক্ষাৎকারে দেবলীনা জানিয়েছেন, 'এগুলো গুঞ্জন ছাড়া আর কিছু নয়। এইরকম কোনও বিষয়ই নেই। আমার ডেলিভারির ছ'মাস হয়েছে মাত্র'। দেবলীনা তাঁর ভ্লগে একটি কথা বলেছিলেন, 'গুড নিউজ'। সেটা শুনেই অনেকেরই ধারণা হয় প্রেগন্যান্সির সুখবর দিচ্ছেন দেবলীনা। কিন্তু, অভিনেত্রী যখন সত্যিই 'গুড নিউজ'-এর নেপথ্য কাহিনি শেয়ার করলেন তখন তো সবাই হতবাক। কারণ দেবলীনার সুখবরটা হল, 'আমার সব চুল পড়ে যায়।' এরপর আরও বিশদে সত্যিটা খোলসা করে বলেন, এই ভ্লগ আর গুড নিউজটা হল তাঁদের নতুন বাড়ি নিয়ে। আগামী দিনে ভক্তদের সঙ্গে আরও আপডেট দেবেন।
তবে সন্তানসম্ভবা শ্বশুরাল সিমর কা খ্যাত অভিনেত্রী কাজল শ্রীবাস্তব। কাজল ও তাঁর স্বামী অঙ্কিত খারে ছ'বছর আগে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। প্রথমবার মা-বাবা হতে চলেছেন, সেই আনন্দে গা ভাসিয়েছেন দম্পতি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে প্রেগন্যান্সি জার্নির মিষ্টি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী কাজল। ন'মাসের গর্ভাবস্থার অভিজ্ঞতা শেয়ার করেছেন। প্রত্যেক মাসের বেবি বাম্পের ভিডিও পোস্ট করে জীবনের বিশেষ মুহূর্তটাকে সেলিব্রেট করেছেন কাজল।
তবে মজার বিষয় প্রথম মাসে বুঝতেই পারেননি তিনি মা হতে চলেছেন। আরও একটি মজার ক্লিপিং শেয়ার করেছেন কাজল। মালদীপ ঘুরতে যাচ্ছিলেন আর ভগবান তাঁদের নিয়ে গেলেন পেরেন্টহুডে। জীবনের অন্যতম সেরা মুহূর্ত ভগবান উপহার দিয়েছেন, আর সেই আনন্দটাই এখন চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী।
আরও পড়ুন: মা হতে চলেছেন কাজল, ন'মাসের প্রেগন্যান্সি জার্নি শেয়ার করে কী লিখলেন অভিনেত্রী?