/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/ishaan-khatter-and-janhvi-kapoor.jpg)
কখনও টানা রিকশায়, আবার কখনও সাদামাটা চুড়িদার পরে বাজারের ব্যাগ হাতে, কিছুদিন আগেই শহরের অলিগলিতে এভাবেই দেখা মিলছে জাহ্নবী কাপুরের। ‘ধড়কের’ ছবির বেশ কিছুটা অংশ শ্যুট হয়েছিল কলকাতায়। সম্প্রতি পুরো ছবির শ্যুটিং শেষ হল। করণ ইতিমধ্যেই জানিয়েছেন মারাঠি ছবি সাইরাতের আদলেই লেখা হয়েছে এই ছবির চিত্রনাট্য। ধড়কে ডেবিউ করছেন ঈশান-জাহ্নবী জুটি, যদিও ঈশান ইতিমধ্যেই বিশ্ববিখ্যাত ইরানি পরিচালক মাজিদ মাজিদির বিয়ন্ড দ্য় ক্লাউডস ছবিতে অভিনয় করেছেন। সেই ছবি এখনও মুক্তির অপেক্ষায়। এ ছবিতে দেখা যাবে খরাজ মুখোপাধ্য়ায়কেও। চলতি বছরের জুলাইতে মুক্তি পাবে ছবিটি। সম্প্রতি ছবির শ্য়ুটিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন ছবির নায়ক ঈশান। ইতিমধ্য়েই যা ভাইরাল হয়েছে।
ঈশান-জাহ্নবী জুটির সঙ্গে ফারহা খান।
ছবির একটি দৃশ্য়ে নায়ক নায়িকা
আরও পড়ুন: প্রিয়া প্রকাশের নতুন ভাইরাল ভিডিও দেখেছেন?
কলকাতায় শ্য়ুটিং-এ ঈশান-জাহ্নবী জুটি।
শ্য়ুটিং-এর ফাঁকে সেলফি ধরক টিমের।
আরও পড়ুন: বেশ কিছুদিন অপেক্ষার পর মুক্তি পেল পিউপার টিজার
সম্প্রতি ধর্মা প্রোডাকশন এবং করণ জোহরর ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশিত হয়েছে শ্যুটিংয়ের ছবি।
The warmest trio at @DharmaMovies !! @ShashankKhaitan is truly the strongest guide...mentor...friend And above all director! Janhvi and Ishaan are truly the heartbeat of #Dhadakpic.twitter.com/Gpcglm28Nn
— Karan Johar (@karanjohar) April 17, 2018
Come Monsoon 2018 and it’s going to be raining love! #Dhadak#DhadakJuly20@ShashankKhaitan Ishaan & Janhvi. pic.twitter.com/l7KRtfbXYy
— Dharma Productions (@DharmaMovies) April 17, 2018