Dhanashree Verma: ‘গোল্ড ডিগার’ ট্যাগে কটাক্ষ, রিয়েলিটি শো-তে ইউজিকে কড়া জবাব ধনশ্রীর

তবে, সম্পর্ক ভাঙনের প্রসঙ্গে ধনশ্রী পরিষ্কার করে জানান যে শেষের দিকে তাঁদের সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা কৃত্রিম হয়ে যাচ্ছিল। হিউম্যানস অফ বোম্বে-কে তিনি বলেন— “ব্যক্তিগত জীবন ব্যক্তিগত থাকারই কথা..."

তবে, সম্পর্ক ভাঙনের প্রসঙ্গে ধনশ্রী পরিষ্কার করে জানান যে শেষের দিকে তাঁদের সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা কৃত্রিম হয়ে যাচ্ছিল। হিউম্যানস অফ বোম্বে-কে তিনি বলেন— “ব্যক্তিগত জীবন ব্যক্তিগত থাকারই কথা..."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dhan

যা বললেন ধনশ্রী...

 কয়েক মাস ধরে অনবরত সাইবার বুলিংয়ের শিকার হওয়ার পর, কোরিওগ্রাফার-অভিনেত্রী ধনশ্রী ভার্মা অবশেষে নিজের সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন। অ্যাশনির গ্রোভার পরিচালিত রিয়েলিটি শো রাইজ অ্যান্ড ফল-এ তাঁর প্রভাবশালী উপস্থিতি ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। অনুষ্ঠানটি শুরু হওয়ার পর থেকেই অনেকে ভেবেছিলেন ধনশ্রী হয়তো ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে তাঁর বহুল আলোচিত বিবাহবিচ্ছেদ নিয়ে কিছু বলবেন। যদিও তিনি সতর্ক থেকেছেন, তবে হাস্যরস আর বিদ্রূপের মাধ্যমে দর্শকের মন জয় করে নিয়েছেন অনায়াসেই।

Advertisment

সম্প্রতি সম্প্রচারিত এক প্রোমোতে ধনশ্রী পরোক্ষভাবে “গোল্ড ডিগার” তকমা নিয়ে ট্রোলদের জবাব দেন। সেখানে প্রতিযোগীদের সামনে দুটি বিকল্প রাখা হয়েছিল- ২ লক্ষ টাকার সোনার ব্যাগ ও ১ লক্ষ টাকার রূপার ব্যাগ। ধনশ্রী জুটি বেঁধেছিলেন অভিনেতা অর্জুন বিজলানির সঙ্গে। মজার ছলে অর্জুন তাঁকে বলেন- "তোমাকে সোনা মানায়, হিরে-রূপো নয়।" সুযোগটি কাজে লাগিয়ে ধনশ্রী রসিকতার সুরে জবাব দেন, "এই লাইনটা আমি বললে তো, যে ভালোবাসা পাওয়ার কথা, সেটাও আর পাব না।" মুহূর্তেই দর্শকরা মুগ্ধ হন তাঁর বুদ্ধিদীপ্ত জবাবে।

The bengal files-Gopal Patha: সোমে স্বস্তি, 'দ্য বেঙ্গল ফাইলস'-র বিরুদ্ধে 'গোপাল পাঁঠা'-র নাতির মামলা খারিজ আদালতের

Advertisment

ব্যক্তিগত জীবনের ঝড় পেরিয়ে ধনশ্রী সম্প্রতি জানিয়েছেন, প্রাক্তন স্বামী যুজবেন্দ্র চাহালের সঙ্গে এখনও তাঁর যোগাযোগ আছে। এক ভ্লগে ফারাহ খানকে তিনি বলেন- “আমরা দুজনেই সুন্দরভাবে সব মেনে নিয়েছি। এখন একে অপরের জন্য শুভকামনা জানাই। ইউজি আমাকে মা বলে ডাকত, ও খুব মিষ্টি।”

তবে, সম্পর্ক ভাঙনের প্রসঙ্গে ধনশ্রী পরিষ্কার করে জানান যে শেষের দিকে তাঁদের সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা কৃত্রিম হয়ে যাচ্ছিল। হিউম্যানস অফ বোম্বে-কে তিনি বলেন— “ব্যক্তিগত জীবন ব্যক্তিগত থাকারই কথা। একটা ঘটনার সবসময় দুটো দিক থাকে। আমি চুপ আছি বলেই কেউ সুযোগ নেবে, সেটা ঠিক নয়। সম্পর্কটা শেষ, সব ধুলোবালি হয়ে গেছে, দয়া করে এগিয়ে যান। আমারও বলার মতো অনেক কিছু আছে, কিন্তু আমি এখন নিজেকে গড়ে তোলার কাজে মন দিচ্ছি।”

Entertainment News Entertainment News Today