The bengal files-Gopal Patha: সোমে স্বস্তি, 'দ্য বেঙ্গল ফাইলস'-র বিরুদ্ধে 'গোপাল পাঁঠা'-র নাতির মামলা খারিজ আদালতের

The bengal files-Calcutta HC: লাগাতার চলতে থাকা বিতর্ক থেকে সোমবার কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তথ্যের অধিকার আইনের ভিত্তিতে গোপাল পাঁঠার নাতির মামলা খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা ।

The bengal files-Calcutta HC: লাগাতার চলতে থাকা বিতর্ক থেকে সোমবার কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তথ্যের অধিকার আইনের ভিত্তিতে গোপাল পাঁঠার নাতির মামলা খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
The Bengal Files controversy  ,Director Vivek Agnihotri accused,  Disrespect to Gopal Mukherjee alleged  ,Claim by Shantanu Mukherjee,  West Bengal cultural controversy  ,The Bengal Files movie row  ,Criticism of Vivek Agnihotri,  Gopal Mukherjee grandson statement  ,Bengal political cultural row  ,The Bengal Files latest news,দ্য বেঙ্গল ফাইলস বিতর্ক  ,পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে অভিযোগ,  গোপাল মুখার্জিকে অসম্মানের অভিযোগ,  শান্তনু মুখার্জির দাবি  ,পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক বিতর্ক,  দ্য বেঙ্গল ফাইলস মুভি কনট্রোভার্সি,  বিবেক অগ্নিহোত্রীর সমালোচনা,  গোপাল মুখার্জির নাতির বক্তব্য  ,বাংলার রাজনৈতিক সাংস্কৃতিক বিতর্ক,  দ্য বেঙ্গল ফাইলস নিউজ আপডেট

স্বস্তিতে বিবেক

The bengal files-Vivek Agnihotri:  বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বহু বিতর্কিত ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। ট্রেলার মুক্তির পরই এই ছবি ঘিরে তৈরি হয় বিতর্ক। স্বাধীনতা সংগ্রামী গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ওরফে 'গোপাল পাঁঠা'-র ইমেজ নষ্টের অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর নাতি। লাগাতার চলতে থাকা বিতর্ক থেকে সোমবার স্বস্তি পেলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বিচারপতি অমৃতা সিনহা এই মামলা খারিজ করে দেন। তথ্যের অধিকার আইনের ভিত্তিতে করা এই মামলাটি খারিজ করে দেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই ধরনের আবেদন কখনই এই আদালতের আওতায় পড়ে না। মামলাকারী প্রয়োজনে সংশ্লিষ্ট ফোরামে আবেদন করতে পারেন। 

Advertisment

আরও পড়ুন 'ইংলিশ ভিংলিশের থেকেও কম...', বাহুবলীতে শ্রীদেবীর পারিশ্রমিক নিয়ে মিথ্যা প্রচার, সত্যি ফাঁস করলেন বনি

মামলাকারীর অভিযোগ, সিনেমায় গোপাল পাঁঠার চরিত্র যেভাবে দেখানো হয়েছে সেটির তথ্যসূত্র নিয়ে ধোঁয়াশার অভিযোগ ছিল। সেই প্রেক্ষিতেই তথ্যের অধিকার আইনের আওতায় জানতে চাওয়া হয়েছিল ছবির নির্মাতা কোথা থেকে এই তথ্য পেয়েছেন। ছবির দু’টি নির্দিষ্ট অংশ বাদ দেওয়াও প্রয়োজন বলে দাবি করেছিলেন।

Advertisment

আরও পড়ুন 'কাট বলার পরও ১০ মিনিট...', 'দ্য বেঙ্গল ফাইলস'-র শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ একলব্যর

পিটিশনে আরও দাবি করা হয়েছিল, ইউটিউব বা অন্য যে কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সেই সমস্ত কনটেন্ট সরানো হোক যা তাঁদের পারিবারিক সুনাম নষ্ট করছে। একাধিক অভিযোগের ভিত্তিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। কিন্তু, সোমবার বিচারপতি অমৃতা সিনহা মামলা খারিজ করে দেন। 

তাই বলা যেতেই পারে উত্তপ্ত পরিস্থিতিতেও কলকাতা হাইকোর্টে সোমবার বড় স্বস্তি পেল বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে প্রোপাগান্ডা ছবি তৈরি করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অভিযোগও উঠেছে পরিচালকের বিরুদ্ধে।

আরও পড়ুন 'দ্য বেঙ্গল ফাইলস' তৈরির পর দেউলিয়া! টাকা ধার করে চলছে প্রচার, অকপট বিবেক

মামলাকারীর আরও দাবি ছিল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিবেক অগ্নিহোত্রী যেন CBFC–র মুম্বই বোর্ড সদস্যের পদ থেকে সরে দাঁড়ান। ছবিটি দেশজুড়ে ৫ অগস্ট মুক্তি পেলেও পশ্চিমবঙ্গের কোনও প্রেক্ষাগৃহে তা দেখানো হচ্ছে না। অগ্নিহোত্রী অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক চাপ ও হুমকির কারণেই ছবির উপর এক ধরনের 'অঘোষিত নিষেধাজ্ঞা' জারি হয়েছে।

Calcutta High Court Vivek Agnihotri