/indian-express-bangla/media/media_files/2025/04/18/sQxMvPfZpsIdYsbIzuo4.jpg)
এখন কী অবস্থা তাঁর?
Dharmendra Health Update: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে কয়েকদিন আগে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৯০ বছরের এই সুপারস্টারকে প্রথমে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য ভর্তি করা হলেও, পরে শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁর পর্যবেক্ষণে থাকার সময় বাড়ানো হয়। এই খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
এর আগে সাংবাদিক ভিকি লালওয়ানি এক্স-এ পোস্ট করে জানান, ধর্মেন্দ্র শ্বাসকষ্টের সমস্যা নিয়ে, ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন এবংএরপর বেশ কিছু সময় তিনি, আইসিইউতে ছিলেন। হাসপাতাল সূত্রকে উদ্ধৃত করে তিনি জানান যে অভিনেতার গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় সূচক ভালো রয়েছে। তাঁর হৃদস্পন্দন, রক্তচাপ এবং প্রস্রাবের মাত্রা স্বাভাবিক, ফলে তাকে স্থিতিশীল হিসেবেই দেখেছেন চিকিৎসকরা। তিনি আরও লেখেন, "চিন্তার কিছু নেই।"
Indian Women Cricket Team: 'বিশ্বকাপ আমরাই রাখছি...', আগেভাগেই ভবিষ্যদ্বাণী করে বসেছিলেন কে?
ধর্মেন্দ্রর স্বাস্থ্যের আপডেট মেলে সোমবার সকালে। মুম্বাই বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকরা, তাঁর স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনীর কাছে সেই খবর-ই জানতে চান। গোলাপি-সাদা সালোয়ার স্যুট পরে বিমানবন্দরে দেখা যায় হেমাকে। পাপারাজ্জিদের শুভেচ্ছা গ্রহণের পর ধর্মেন্দ্রর স্বাস্থ্যের বিষয়ে তিনি বলেন, “তিনি ঠিক আছেন,” এবং হাত জোড় করে ঈশ্বরকে ধন্যবাদ জানান। হেমার এই আশ্বস্ত বার্তা ভক্তদের কিছুটা স্বস্তি দেয়।
ধর্মেন্দ্র ও হেমা মালিনীর বড় মেয়ে এশা দেওল সম্প্রতি ২ নভেম্বর নিজের ৪৪তম জন্মদিন উদযাপন করেছেন। জন্মদিন উপলক্ষে তিনি বাবা-মায়ের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেন এবং লেখেন, "আমি আজ যা বা যেটুকু হয়েছি, তা তোমাদের জন্যই। আমি তোমাদের ভালোবাসি বাবা ও মা।" পাশাপাশি তিনি ভক্তদের ভালোবাসা এবং শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানান।
ধর্মেন্দ্রর দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্তরা, আর বলিউডের এই আইকনকে আবারও উজ্জ্বল ও প্রাণবন্ত রূপে দেখার অপেক্ষায় রয়েছেন সবাই।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us