/indian-express-bangla/media/media_files/2025/11/03/world-cup-2025-11-03-14-02-41.jpg)
কে করেছিলেন এই ভবিষ্যদ্বাণী?
Indian Women Cricket Team: গতকাল ভারতের মহিলা ক্রিকেট দল যা করে দিয়েছে, তারপর দেশের মানুষের আনন্দের শেষ নেই। বছর ঘুরতে শুধু দেরি হল, মেয়েরা নিজেদের দাপটে দেখিয়ে দিল, তাঁরা কোনও অংশে ছেলেদের থেকে কম না। এবং দেশে বিশ্বকাপ আসতেই, সে যেন এক অদ্ভুত আনন্দ-মুখর পরিবেশ। তবে, কাপ যে ঘরে আসবে, একথা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন এক বাংলার তারকা?
প্রত্যাশা ছিল আকাশছোঁয়া! যে অসাধ্য সাধন ছেলেরা করতে পারেনি, সেই কাজ মেয়েরা পারবে এমনটা ভেবেছিলেন অনেকেই। তাই তো সন্ধ্যে হতেই শুরু করেছিলেন প্রার্থনা, মেয়েদের জয় প্রার্থনা করেছিলেন তাঁরা। কিন্তু কাপ যে ঘরে থাকছে, সেকথা আগেই জানিয়েছিলেন কে? ভারতে যখন খেলা হচ্ছে, কাপ বেরবে না, বাংলার এক সুপারস্টারকে এমনটাই বলতে শোনা গিয়েছিল তাকে।
Womens' World Cup-Subhashree Ganguly: জন্মদিনের সেরা পাওয়া, কেন এত স্পেশ্যাল ফিল করছেন শুভশ্রী?
একদিকে যেমন বাংলার অন্যতম সুপারস্টার জিৎ, গতকাল রাত থেকেই তাঁর আনন্দ ধরছে না। মেয়েদের বিশ্ব জয়ের খবর শুনেই সমাজ মাধ্যমে তিনি লিখেছিলেন, "এমনই মুহূর্তে প্রমাণ হয়—যখন স্বপ্ন সাহসের হাত ধরে এগোয়, তখনই সৃষ্টি হয় ইতিহাসের জাদু। বিশ্বজয়ের এই অনন্য সাফল্যের জন্য রইল আমাদের ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অন্তহীন অভিনন্দন! তোমরা শুধু প্রতিভা দিয়ে নয়, হৃদয়ের শক্তি আর অটুট আত্মবিশ্বাস দিয়ে লড়েছো। আজ কোটি কোটি ভারতীয়ের বুক গর্বে ভরে উঠেছে। এমন রাতগুলো যুগ যুগ ধরে অনুপ্রেরণা হয়ে থাকবে, মনে থাকবে ইতিহাসের সোনালি পাতায়।"
Womens' World Cup-Sreelekha Mitra: 'বাড়িতে থাকলে কাপ আসত?' মেয়েদের রাত্রি স্বাধীনতায় প্রশ্ন, মুখ্যমন্ত্রীর মন্তব্যে কড়া জবাব শ্রীলেখা
অন্যদিকে, বাংলার মেগাস্টার, যিনি নিজেও একজন ক্রিকেট-প্রেমী, তিনি সোজাসুজি বলেই দিয়েছিলেন, বিশ্বকাপ এবার আমরা রাখছি। প্রসঙ্গে সকলের প্রিয় দেব। তিনি নিতান্তই ক্রিকেট ভক্ত। মাঝেমধ্যে খেলতেও চলে যান তিনি। আগে তো সিসিএল বেশ দায়িত্ব নিয়ে খেলতেন। দেব ম্যাচ হওয়ার আগেই বলে দিয়েছিলেন... "আমার মনে হচ্ছে, কাপ এবার আমরা রাখছি। ভারতে যখন খেলা হচ্ছে, আর ভারতের সঙ্গে খেলা হচ্ছে, তখন বিশ্বকাপ এবার আমাদের।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us