Dharmendra: 'আমার অপরাধ ক্ষমা করে দাও...', মাঝ রাতেই ডুকরে কেঁদে উঠলেন ধর্মেন্দ্র, কিন্তু কেন?

Dharmendra news: মধ্যরাতে আকুতি মিনতি, হঠাৎ কী হল তাঁর?

Dharmendra news: মধ্যরাতে আকুতি মিনতি, হঠাৎ কী হল তাঁর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dharmendra, dharmendra news, dharmendra post, dharmendra bollywood, dharmendra update, dharmendra movies

Bollywood- কী বলতে চাইলেন ধর্মেন্দ্র? ছবি-ইনস্টা

Dharmendra News: বয়স হয়েছে, কিন্তু মধ্যরাতে কী এমন হল যে ঈশ্বরের কাছে মাফ চাইলেন ধর্মেন্দ্র! কী হয়েছে অভিনেতার সঙ্গে? শরীর খারাপ হল?

Advertisment

তাঁকে শেষবার দেখা গিয়েছিল একটি পুরস্কার বিতরণী মঞ্চে। সেখানে, দিব্যি নিজের পায়ে হেঁটেই ঢুকেছিলেন তিনি। রকি আউর রানী ছবিতে তাঁর অভিনয় এই বয়সেও মন কেড়েছিল সকলের। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। তারকাদের জন্মদিনে শুভেচ্ছা জানানো হোক অথবা পুরনো দিনের স্মৃতি রোমন্থন করা, অনেক অজানা গল্প জানা যায় তাঁর থেকে।

কিন্তু, গতকাল রাত্রে বর্ষীয়ান অভিনেতার ( Dharmendra Deol ) একটি পোস্ট দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মাঝরাতে তাঁর টুইটার হ্যান্ডেলে লিখলেন, আমার অপরাধ ক্ষমা করো। আর শাস্তি দিও না আমায়। আমি ভেঙে পড়ছি। আর পরীক্ষা নিও না। তোমার সমস্ত আশীর্বাদ আমার ওপর বহাল থাকুক।

Advertisment

আরও পড়ুন - Rihanna-Jahnvi Kapoor: ভারতকে ভালবাসেন নাকি টাকা? জাহ্নবীর সঙ্গে কোমর দোলানোর জন্যই কোটির রফা হয় রিহানার সঙ্গে!

অভিনেতার কি শরীর খারাপ? সেই সংক্রান্ত কোনও ইঙ্গিত মেলেনি। নাকি তিনি পারিবারিক বিষয়ে চিন্তিত। বেশ কিছুমাস আগেও নাতির বিয়েতে এক পরিবারের মানুষ হাজির ছিলেন না। সেখানেও আলোচনা হয়েছিল। হেমা এবং মেয়েদের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছিলেন ধর্মেন্দ্র। কিন্তু, এবার তাঁর এই কথা বলার কারণ ঠিক কী?

প্রসঙ্গত, মেয়ে এশার বিবাহ বিচ্ছেদের পর এখন সে মায়ের সঙ্গেই থাকে। সেই নিয়েও বাড়িতে অশান্তি রয়েছে। তাহলে কি এই কারণেই এহেন পোস্ট? সে তো সময় বলবে!

bollywood Entertainment News Dharmendra