New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/riri.jpg)
rihanna in ambani house- কী কী করলেন জামনগরে এসে?
rihanna in ambani house- কী কী করলেন জামনগরে এসে?
Rihanna Performs in Ambani's: গতকাল জামনগর একাই কাঁপিয়েছেন রিহানা। আম্বানি পরিবারের বিয়েতে তিনি যা পারফর্ম করেছেন তাতে কোমর দুলোয়েছে গোটা বলিউড। কিন্তু, শিল্পী নিজেও কম যান না। স্টেজ থেকে নামতেই, বলিউড গানে নাচলেন তিনি।
কোমর দোলানোর সঙ্গী বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ( Jahnvi Kapoor )। অভিনেত্রী নিজে দায়িত্বে তাঁকে নাচ শেখালেন এবং বাধ্য করলেন কোমর দোলাতে। রিহানার ( Rihanna ) সঙ্গে নাচছেন জাহ্নবী? এসব আম্বানিদের বিয়েতেই সম্ভব। কিন্তু জাহ্নবীর খুশি আর দেখে কে? পাশে যখন রিহানা তখন সুযোগ তো নিতেই হবে।
গতকাল, তারকাদের অনেকেই গিয়ে পৌঁছেছেন সেখানে। আর রিহানা পারফর্ম শেষ করার পর জাহ্নবী কাপুরের গানেই নাচ দেখালেন। জাহ্নবী নিজের গান বাজতে দেখে আর এক মিনিট সময় নস্ট করলেন না। বরং রিহানাকে কিভাবে বলিউড নাচতে হয়, সেটাই দেখালেন। ভিডিও শেয়ার করে তিনি লিখলেন, "এই মানুষটি একজন দেবী। আমার একটুও বিদায় জানাতে ইচ্ছে করছে না।"
আর এদিকে, রিহানার নাচ এবং ভারতের প্রতি ভালবাসা দেখেও বাঁকা চোখে তাকাচ্ছেন বেশিরভাগ। কিন্তু কেন? এয়ারপোর্টে যখন রিহানাকে জিজ্ঞেস করা হয়, ভারতকে ভালবাসেন কিনা? তিনি সাফ উত্তর দেন, যে অবশ্যই! ভারতকে তিনি খুব ভালবাসেন। কিন্তু বেশিরভাগ দাবি করলেন অন্যকিছু।
আরও পড়ুন - Miss Jojo: একরত্তি ছেলেকে দেখে অশ্লীল-কুরুচিকর মন্তব্য, জ্বিভ টেনে ছিঁড়ে দেওয়ার হুমকি দিলেন জোজো…
কারওর কথায়, আম্বানি, যা খুশি করতে পারেন। আবার কেউ বললেন, ভারতকে ভালবাসেন? নাকি টাকা? আবার কারওর কথায় এই কথা বলার জন্য ৫২ কোটি টাকা পেলেন? আবার কেউ বললেন, রাখি সাওয়ান্ত নেই কেন? তাহলে জমে যেত। আবার কারওর তো রিহানার নাচ দেখে হাসি ধরছে না।