Dia Mirza kaafir: 'পুরো শরীর কাঁপছিল-বমি করে ফেলেছিলাম', ধর্ষণ দৃশ্যে অভিনয়ের পর মারাত্মক পরিণতি দিয়ার
Dia Mirza vomited After Rape Scene: ধর্ষণ দৃশ্যে অভিনয়ের পর মারাত্মক পরিণতি হয় দিয়া মির্জার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের ভয়াবহ অভিজ্ঞতা ভাগ করলেন অভিনেত্রী।
Dia Mirza vomited After Rape Scene: ধর্ষণ দৃশ্যে অভিনয়ের পর মারাত্মক পরিণতি হয় দিয়া মির্জার। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের ভয়াবহ অভিজ্ঞতা ভাগ করলেন অভিনেত্রী।
Dia Mirza Filming Rape Scene: নয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা। একাধিক হিট ছবি রয়েছে দিয়ার ঝুলিতে। বর্তমানে বাছাই করা সিনেমা-সিরিজেই কাজ করেন। রোম্যান্টিক নায়িকা হিসেবেই পর্দায় দিয়া মির্জাকে দেখতে অভ্যস্ত দর্শক। কিন্তু, ২০১৯-এর সত্য ঘটনা অবলম্বনে Kaafir সিরিজে Shehnaaz Parveen-এর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন। পাকিস্তানি মহিলার ভূমিকায় সাবলীল অভিনয় আরও একবার দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেন দিয়া মির্জা। ভুলবশত এক পাক মহিলা LOC অতিক্রম করে ভারতে ঢুকে পরার ঘটনার প্রেক্ষাপটেই তৈরি হয়েছে Kaafir। ৪ এপ্রিল থেকে জি ফাইভে শুরু হয়েছে এই সিরিজটি।
Advertisment
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সিরিজের ভয়াবহ এক অভিজ্ঞতা ভাগ করেছেন দিয়া মির্জা। ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে প্রচণ্ড বেগ পেতে হয়েছিল। ভয়ে-আতঙ্কে শরীর কাঁপছিল। শারীরিক ও মানসিকভাবে ধর্ষণের সিক্যোয়েন্স কতটা প্রভাব ফেলেছিল সেই কথা বলতে গিয়ে যেন শরীর জুড়ে এখনও শিহরণ জাগে।
CNN-news 18-কে দেওয়া সাক্ষাৎকারে দিয়া বলেন, 'আমার মনে আছে যখন ধর্ষণের দৃশ্যের শুটিং চলছিল সেটা কতটা কঠিন ছিল। শট দেওয়ার পর আমার সারা শরীর কাঁপছিল। এতটাই অস্বস্তি হচ্ছিল যে বমি করে ফেলেছিলাম। শারীরিক ও মানসিকভাবে আমি বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। ওই মুহূর্তটা কতটা কঠিন সেটা কাউকে বলে বোঝানো অসম্ভব।' ৪৩ বছর বয়সী দিয়া মির্জা আরও যোগ করেন, একজন পেশাদার অভিনেত্রী হিসেবে চরিত্রটাকে পর্দায় বাস্তবায়িত করে তোলাটাই তাঁর কাজ। সেই জন্য হাজার সমস্যা সত্ত্বেও নিজের সেরাটুকু দেওয়ার চেষ্টা করেছেন।
এই প্রসঙ্গে অভিনেত্রীর সংযোজন, 'আমি মনে করি একজন অভিনেতা-অভিনেত্রীর কাছে চরিত্রটা প্রধান গুরুত্ব। সিনেমার পর্দায় চরিত্রকে জীবন্ত করে তোলাই মূল লক্ষ্য। তাই যখন যে দৃশ্যের শট দেওয়ার জন্য তৈরি হই তখন নিজেকে সেটার মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত করতে হয়। বাস্তবে মা হওয়ার আগে এই চরিত্রে অভিনয় করার সময়ই আমি যেন প্রকৃতঅর্থে মা হয়ে উঠেছিলাম। কারণ Kainaaz চরিত্রে অভিনয় করার সময় মাতৃত্বের বিভিন্ন পর্যায় অতিক্রম করছিলাম। মাতৃসুলভ মনোভাব তৈরি হয়ে গিয়েছিল।'