Manisha Koirala And Suchitra Sen: বাংলা সিনেমার স্বর্ণযুগের কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন। তাঁকে এক ঝলক দেখত সর্বদা উদগ্রীব থাকত সধারণ মানুষ থেকে সেলিব্রিটি। কিন্তু, সুচিত্রা সেনের দেখা পাওয়া সত্যিই দুষ্কর। মৃত্যুর আগের শেষ কয়েকটা বছর একদম আড়ালে চলে গিয়েছিলেন সুচিত্রা সেন। তাঁর ইচ্ছেকে সম্মান জানিয়ে শেষযাত্রাতেও মুখদর্শন করাননি পরিবারের সদস্যরা। লেজেন্ডারি অভিনেত্রী সুচিত্রা সেনকে দেখার সাধ মেটেনি হেমা মালিনী থেকে মাধুরী দিক্ষীতের মতো ইন্ডাস্ট্রির প্রথমসারির সেলেবদের।
কিন্তু, হাল ছাড়েননি বলিউডের ইলু ইলু গার্ল মনীশা কৈরালা। ছোট থেকেই মহানায়িকার অন্ধভক্ত, তাই কলকাতায় শুটিং করতে এসে লাক ট্রাই করেছিলেন অভিনেত্রী। কথায় আছে, মন থেকে কিছু চাইলে সেই আশা নাকি পূরণ হয়। মনীশার ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছিল। কী ভাবে সুচিত্রাকে দেখার সাধ পূরণ হয়েছিল? ইচ্ছে তো ছিল শুধু এক ঝলক দেখার, কিন্তু, তার পরিবর্তে হানায়িকার সঙ্গে কথা বলার প্রাপ্তিযোগ হয়েছিল।
আরও পড়ুন: সুচিত্রা সেন হওয়া অসম্ভব রিনা ব্রাউনকে নিখুঁতভাবে মঞ্চস্থ করাই একমাত্র লক্ষ্য ছিল : পায়েল
সুমন গুপ্তা 'The One Who Lives Alone' বইতে মনীশার সঙ্গে সুচিত্রা সেনের সাক্ষাৎয়ের বিবরণ দিয়েছেন। বইয়ের পাতাতেই উল্লেখ রয়েছে, সুচিত্রা সেনের সঙ্গে একবার দেখা করানোর জন্য মুনমুন সেনের কাছে কাতর আর্জি করেছিলেন মনীশা কৈরালা। অভিনেত্রীকে মুনমুন সেন বলেছিলেন, তাঁর মা আইনজীবীর বাড়িতে গিয়েছেন। যদি দেখা করতে হয় তাহলে সেটা একমাত্র লিফটেই সম্ভব। সেই সময় ভাগ্যের উপরই বিশ্বাস রেখেছিলেন মনীশা। মুনমুনের নির্দেশ মতো তাঁদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন মনীশা। সুচিত্রা সেন যে মুহূর্তে লিফটে উঠছিলেন ঠিক সেই সময়ই তাঁর পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়েন নয়ের দিল সে খ্যাত অভিনেত্রী।
দীর্ঘদিনের স্বপ্নপূরণে তখন তিনি আনন্দে ভাসছেন। যাঁর ছবি দিয়ে ঘর সাজিয়ে রাখতেন চোখের সামনে সেই অভিনেত্রী! নিজেকে আর সামলাতে না পেরে লিফটের মধ্যেই পা ছুঁয়ে প্রণাম করেন মনীশা। সামনে যখন সুচিত্রা সেন তখন যেন নিজেকে অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে একপ্রকার কুণ্ঠাবোধ করেছিলেন। মনীশা তাঁর স্বপ্নের নায়িকাকে বলেছিলেন, 'ম্যাডাম আমি আপনার বিরাট ভক্ত। হিন্দি ছবিতে টুকটাক কাজ করি। আপনার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে বহুবছর অপেক্ষা করেছি। আমাকে আশীর্বাদ করুন।'
আরও পড়ুন: 'বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব-বাড়ি ঢুকে হত্যা করব', ইদ মিটতেই ফের প্রাণনাশের হুমকি সলমনকে
মনীশার কাণ্ডে হতবাক হয়ে গিয়েছিলেন সুচিত্রা সেন। মুনমুন সেন জানিয়েছিলেন, মনীশার সঙ্গে দেখা হওয়ার পর তাঁর মা বলেছিলেন, 'মেয়েটাকে খুব মিষ্টি দেখতে। আমার বেশ পছন্দ হয়েছে।' মহানায়িকার সঙ্গে মনীশার সাক্ষাৎ যেন একটা ইতিহাস তৈরি করেছিল। প্রিয় তারকাকে একবার দেখার জন্য এক ভক্তের সহনশীলতা, ধৈর্যকে কুর্নিশ।