Anurager Chhowa: দর্শকের ভালবাসায় ১০০০ পর্ব ছুঁই ছুঁই, 'অনুরাগের ছোঁয়া'-র সাফল্যে উচ্ছ্বসিত দিব্যজ্যোতি

Dibyojyoti Dutta Anurager Chhowa: শীঘ্রই হাজার পর্ব ছুঁয়ে ফেলবে অনুরাগের ছোঁয়া। খুশির আমেজ ধারাবাহিকের সেটে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন মেগার নায়ক দিব্যজ্যোতি দত্ত।

Dibyojyoti Dutta Anurager Chhowa: শীঘ্রই হাজার পর্ব ছুঁয়ে ফেলবে অনুরাগের ছোঁয়া। খুশির আমেজ ধারাবাহিকের সেটে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন মেগার নায়ক দিব্যজ্যোতি দত্ত।

author-image
Kasturi Kundu
New Update
'অনুরাগের ছোঁয়া'-র সাফল্যে উচ্ছ্বসিত দিব্যজ্যোতি

'অনুরাগের ছোঁয়া'-র সাফল্যে উচ্ছ্বসিত দিব্যজ্যোতি

Anurager Chhowa 1000 Episodes:বাংলা মেগার দর্শকের কাছে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'। শীঘ্রই ১০০০ পর্ব ছুঁয়ে ফেলবে স্টার জলসার এই সিরিয়াল। সময়ের সঙ্গে ধারাবাহিকের প্লটে অনেক পরিবর্তন এসেছে। একাধিকবার লিপ নিয়েছে এই সিরিয়াল। বেশ কয়েকবার দেখানো হয়েছে সূর্য-দীপার সম্পর্কের উত্তান-পতনও। সোনা-রূপার জীবনেও উঠেছে অনেক ঝড়। টিআরপি তলানিতে এসে ঠেকলেও নিত্য-নতুন চমক অব্যাহত। আজকাল অনেক ধারাবাহিকের আয়ু মাত্র তিন-চার মাস। বেশ কিছু সিরিয়াল মাঝ পথেই শেষ হয়ে যায়। সেই জায়গায় অনুরাগের ছোঁয়া ১০০০ পর্ব ছুঁই ছুঁই। নিঃসন্দেহে এটি বাংলা মেগার সাফল্য। আর সেই সাফল্যকে চাক্ষুস উপভোগ করতে চান ধারাবাহিকের নায়ক দিব্যজ্যোতি দত্ত। 

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে খুশি জাহির করে বলেন, 'আমি প্রচণ্ড আনন্দিত। এই ধারাবাহিকে কাজের সুযোগ পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। একটানা তিন বছর দর্শক এই সিরিয়ালটাকে ভালবাসছে এটা বিরাট প্রাপ্তি। অনেক সিরিয়ালের ভবিষ্যৎ মাঝপথে অনিশ্চিত হয়ে পড়ছে, বন্ধ হয়ে যাচ্ছে এগুলো আমরা দেখছি। সেই জায়গায় অনুরাগের ছোঁয়া ১০০০ পর্ব ছোঁয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এটা ভাবতে ভাল লাগছে।'

Advertisment

অনুরাগের ছোঁয়া ১০০০ পর্ব ছোঁয়ার পর দায়িত্ব অনেকটা বেড়ে যাবে? দু'হাজার-তিন হাজার পর্ব ছোঁয়ার ইচ্ছে? দিব্যজ্যোতিৎ উত্তর, 'এটা আমার হাতে নেই। তবে ব্যক্তিগত ইচ্ছে বললে সেটা তো অবশ্যই আছে। ২০২২ থেকে এই সিরিয়ালের সঙ্গে যুক্ত। নিজের কাজকে এগিয়ে নিয়ে যেতে তো ভালই লাগে।'

একজন অভিনেতা হিসেবে একটি সিরিয়ালের বয়স কতটা হওয়া প্রয়োজন বলে মনে হয়? দিব্যজ্যোতির বলেন, 'আমি অভিনয়ের গণ্ডিতে সীমাবদ্ধ। সিরিয়াল তো টিআরপি-এর উপর নির্ভরশীল। যতদিন দর্শকের ভালবাসা থাকবে সিরিয়ালও চলবে।' প্রসঙ্গত, অনুরাগের ছোঁয়ায় কাজ করতে করতেই সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গ নাম রে' ছবিতে চৈতন্যদেবের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছে। দু'মাস পরেই শুরু হবে সিনেমার শুটিং। সব মিলিয়ে ২০২৫ সাল দিব্যজ্যোতির কেরিয়ারে নিঃসন্দেহে এনে দিয়েছে খুশির জোয়ার।

Bengali Serial Bengali Television Bengali serial TRP Bengali Actor Bengali News Anurager Chhowa Dibyojyoti Dutta