New Update
/indian-express-bangla/media/media_files/2025/05/17/wOv6FnmeSjL2j58LTcsa.jpg)
প্রেমানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ বিগ বি-র?
Amitabh Bachchan-Premanand Maharaj: প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে বৃন্দাবন গেলেন বিগ বি? মহারাজের কাছে মনের কোন কথা বললেন? দেখুন ভাইরাল ভিডিও।
প্রেমানন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ বিগ বি-র?
Premanand Maharaj: বৃন্দাবনে প্রেমানন্দ জি মহারাজের দর্শন পেতে পৌঁছে যান কিং কোহলি থেকে বলি ডিভা অনুষ্কা শর্মা। তাঁর সান্নিধ্য পাওযা মোটেই সহজ বিষয় নয়। প্রেমানন্দ জি মহারাজের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন খোদ অমিতাভ বচ্চন? সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিও। তবে মজার বিষয় হল, প্রথম ঝলকে বলিউডের শাহেনশা মনে হলেও তিনি কিন্তু, বাস্তবে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করতে বৃন্দাবন যাননি। তাহলে ইনি কে? এ তো অবিকল অমিতাভ! বিগ বি-র 'হামসকল' বা প্রতিচ্ছবি শশীকান্ত পেদওয়াল। প্রেমানন্দ মহারাজের সঙ্গে শশীকান্তের সাক্ষাৎ-এর মাধ্যমে আম জনতার কাছে পৌঁছে গিয়েছে একটি বিশেষ বার্তা। আধ্যাত্মিকতা, সেবা এবং ইতিবাচক চিন্তাভাবনার শিক্ষনীয় বিষয়গুলোই অন্তর্ভুক্ত রয়েছে তাঁদের কথপকথোনে।
শশীকান্তের চেহারার সঙ্গে যেমন অমিতাভের সাদৃশ্য রয়েছে তেমনই মিল রয়েছে কণ্ঠস্বরে। করোনা কালে যখন পৃথিবীজুড়ে পেন্ডামিক পরিস্থিতি তখন শশীকান্ত অমিতাভের ছদ্মবেশে বহু মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন। যা তাঁদের অনুপ্রাণিত করেছিল। মনের জোর বাড়িয়েছিল। দ্রুত সুস্থ হতে শশীকান্তের সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খোদ প্রেমানন্দ মহারাজ। শশীকান্ত জানান, তাঁর এই কাজকে প্রশ্রয় দিয়েছে প্রশাসনও। তাই মানুষের স্বার্থে আজকাল ক্যানসার আক্রান্তদের কাছে গিয়ে তাঁদের মোটিভেট করেন।
মহারাজ উচ্ছ্বসিত হয়ে বলেন, 'অন্যকে সুখ দেওয়া হল এই পৃথিবীতে সবচেয়ে বড় পুণ্য। ঈশ্বর সর্বত্র পৌঁছাতে পারেন না। তাই তিনি আপনার মতো মানুষদের দূত হিসেবে নিবেদন করেন।' শশীকান্ত তাঁর এই জার্নিটাকে ভবিষ্যতে আরও ভালভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ চান। মহারাজ বলেন, 'মানুষের সঙ্গে দেখা করবেন তখন ভগবানের নাম নেবেন।'
প্রেমানন্দ মহারাজ জোর দিয়ে বলেন, ঈশ্বরের নামের মাধ্যমে মানুষকে সান্ত্বনা প্রদান করা একটি তাৎপর্যপূর্ণ সেবা। চার মিনিটেৎ এই অনুপ্রেরণাদায়ক ভিডিওটি মানুষের মধ্যে শান্তির বার্তা এনে দিয়েছে। একদিকে পহেলগাঁও হামলা তো অন্যদিকে ভারত-পাক অশান্তির মাঝে প্রেমানন্দ মহারাজ ও শশীকান্তের আলাপচারিতা নিঃসন্দেহে শান্তির বার্তা বহন করছে। শশীকান্তের ইচ্ছে তিনি যেন এভাবেই মানুষের মুখে হাসি ফোটাতে ফোটাতেই পৃথিবীর মায়া ত্যাগ করেন। কমেন্ট বক্সে নেটিজেনরা শশীকান্তকে কুর্নিশ জানিয়ে
আরও পড়ুন তীরে এসে তরী ডুবল! বাবু ভাইয়া পরেশ রাওয়ালের কোন সিদ্ধান্তে মন ভাঙল হেরা ফেরি ৩-এর অপেক্ষারত ভক্তদের