Hera Pheri 3: তীরে এসে তরী ডুবল! বাবু ভাইয়া পরেশ রাওয়ালের কোন সিদ্ধান্তে হেরা ফেরি ৩-র ভবিষ্যৎ প্রশ্ন চিহ্নের মুখে?

Paresh Rawal: অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল ত্রয়ীর ম্যাজিকে হেরা ফেরির দুটি পর্বই সফল। তৃতীয় পর্বের অপেক্ষায় হিন্দি ছবির দর্শক। ২০২২-এ হেরা ফেরি ৩-এর ঘোষণা করা হয়। সেখানেও অক্ষয়, সুনীল ও পরেশ রাওয়ালকে নিয়েই ছবি তৈরির কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু, তীরে এসে তরী ডুবল!

Paresh Rawal: অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল ত্রয়ীর ম্যাজিকে হেরা ফেরির দুটি পর্বই সফল। তৃতীয় পর্বের অপেক্ষায় হিন্দি ছবির দর্শক। ২০২২-এ হেরা ফেরি ৩-এর ঘোষণা করা হয়। সেখানেও অক্ষয়, সুনীল ও পরেশ রাওয়ালকে নিয়েই ছবি তৈরির কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু, তীরে এসে তরী ডুবল!

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
হেরা ফেরি ৩ থেকে সরলেন পরেশ রাওয়াল

হেরা ফেরি ৩ থেকে সরলেন পরেশ রাওয়াল

Paresh Rawal On Hera Pheri 3: কমেডি ঘরানার সুপারহিট ছবির তালিকায় নিঃসন্দেহে যে সিনেমার নাম উঠে আসে সেটি হল হেরা ফেরি। দম ফাটা হাসির গল্পের প্রথম দুটি পর্বই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। এবার পালা তৃতীয় পর্বের। অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল ত্রয়ীর ম্যাজিকে হেরা ফেরির দুটি পর্বই সফল। তৃতীয় পর্বের অপেক্ষায় হিন্দি ছবির দর্শক। ২০২২-এ হেরা ফেরি ৩-এর ঘোষণা করা হয়। সেখানেও অক্ষয়, সুনীল ও পরেশ রাওয়ালকে নিয়েই ছবি তৈরির কথা ঘোষণা করা হয়েছিল। কিন্ত, লেটেস্ট মিডিয়া রিপোর্ট মোতাবেক, পরেশ রাওয়াল নাকি এই ছবি থেকে সরে এসেছেন। এই খবর চাউর হতেই মন খারাপ ভক্তদের। অনুরাগীদের একাংশের মতে, বাবু ভাইয়া ছাড়া হেরা ফেরি অসম্ভব। 

Advertisment

বলিউড হাঙ্গামা এই প্রসঙ্গে পরেশ রাওয়ালকে প্রশ্ন করলে বলেন, 'হ্যাঁ, আমি এই ছবি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি।' বেশ কিছু আইনি জটিলতা, সিডিউলের সমস্যা, স্টার কাস্ট নিয়ে দোলাচল সবকিছু নিয়েই সমস্যায় হেরা ফেরি ৩। পরেশ রাওয়ালের বাবু ভাইয়া চরিত্রটি দর্শকের মনে বিশেষ প্রভাব বিস্তার করেছিল। শুধু তাই নয়, স্যাম আর রাজুর মধ্যেও সেতুবন্ধনের কাজ করে বাবু ভাইয়া। তাই পরেশ ছাড়া হেরা ফেরি ৩ কী ভাবে সম্ভব? চিন্তায় পরিচালক-প্রযোজক। জানা যাচ্ছে, ছবির নির্মাতা ও পরেশ রাওয়ালের মধ্যে ক্রিয়েটিভ ইস্যু নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। সেই জন্যই সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন 'কান্নাকাটি না করে আল্লাহকে ভরসা কর', কঠিন পরিস্থিতিতে দীপিকাকে পরমার্শ ননদ সাবার

Advertisment

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে ঠিক একই কারণে হেরা ফেরি ৩ থেকে সরে এসেছিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। কিন্তু, পরে ছবির সঙ্গে পুনরায় যুক্ত হন। তাঁর ফিরে আসার খবরে বিস্ময় প্রকাশ করেন পরিচালক অ্যানিস বাজমি। সেই সঙ্গে বলিউড হাঙ্গামাকে এটাও জানান কেন তিনি এই ছবিটি পরিচালনা করতে চান না। তাঁর কথায়, 'আমি প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার সঙ্গে অনেকবার দেখা করেছি। কিন্তু, ওঁর কাছে খুব বেশি গল্পের সম্ভার ছিল না। স্ক্রিপ্ট তো অনেক দূর কী বাত। আমাকে যে আইডিয়া উনি দিয়েছিলেন সেটা পছন্দ হয়নি বলেই না বলে দিয়েছিলাম।'

আরও পড়ুন শাহরুখের রাজপাটে রানির রাজত্ব! 'কিং'-এ রাজ-টিনার রিইউনিয়ন? জল্পনা তুঙ্গে

bollywood movie Paresh Rawal Bollywood News Bollywood Actor Hera Pheri 3