scorecardresearch

বড় খবর

আরিয়ান খানকে মাদক জোগানোর আশ্বাস! অনন্যা পাণ্ডের বিস্ফোরক চ্যাট NCB’র হাতে

দ্বিতীয় দিনেও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কড়া জেরার মুখে অনন্যা পাণ্ডে।

Ananya Panday, Ananya Panday skips NCB questioning, Aryan Khan drug case, NCB, অনন্যা পাণ্ডে, এনসিবি হাজিরা এড়ালেন অনন্যা পাণ্ডে, এনসিবি, আরিয়ান খান মাদককাণ্ড, সমীর ওয়াংখেড়ে, bengali news today
NCB অফিসে দেরি করে যাওয়ার অনন্যা পাণ্ডেকে ধমক!

আরিয়ান খানের মাদককাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকাল ১১টা নাগাদ এনসিবি অফিসে অনন্যা পাণ্ডেকে তলব করা হয়েছিল। নির্ধারিত সময়ে পৌঁছেও যান অভিনেত্রী। গতকালের জেরায় সন্তুষ্ট না হওয়াতেই ফের ডাকা হয় তাঁকে। আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটসূত্রেই অনন্যার নাম উদ্ধার করেন এনসিবি আধিকারিকরা। শাহরুখ-পুত্রের সঙ্গে নায়িকার হোয়াটসঅ্যাপ চ্যাটে একাধিকবার মাদকের উল্লেখ পাওয়াতেই গোয়েন্দা আধিকারিকদের সন্দেহ দানা বাঁধে। সেই বিষয়েই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এরমাঝেই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে।

আরিয়ান খানকে মাদক জোগানোর আশ্বাস দিয়েছিলেন খোদ অনন্যা পাণ্ডে। হোয়াটসঅ্যাপ চ্যাটে তাঁদের কথোপকথন ঘেঁটেই সেই তথ্য এনসিবির হাতে এসেছে। শাহরুখ-পুত্র অভিনেত্রীকে জানায় যদি মাদক জোগাড় করা যায়, তার উত্তরে অনন্যা জানান, তিনিই জোগাড় করবেন। নায়িকাকে যখন এই চ্যাট সম্পর্কে জিজ্ঞাসা করেন এনসিবি আধিকারিকরা, তিনি বলেন, এটা নিছকই রসিকতা করে বলা হয়েছিল। পাশাপাশি, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো মারফৎ এও জানা গিয়েছে যে, আরিয়ান-অনন্যার মাদক সম্পর্কিত কথোপকথনও রয়েছে অনেক। যদিও বলিউড অভিনেত্রীর কাছ থেকে কোনওরকম মাদক উদ্ধার হয়নি।

[আরও পড়ুন: হিলিয়াম গ্যাস টেনে গান গাইলেন শান-সোনু! হেসে গড়ালেন কপিল শর্মা, দেখুন ভিডিও]

বৃহস্পতিবার সকালে মন্নতে হানা দেওয়ার পরই আরিয়ান খান ঘনিষ্ঠ ইন্ডাস্ট্রির আরেক স্টার-কিড অনন্যা পাণ্ডের (Ananya Pandey) বাড়িতে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। অভিনেত্রীকে প্রাথমিক জেরার পর বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল, ল্যাপটপ-সহ আরও গ্যাজেটস। এরপরই অনন্যা পাণ্ডেকে ডেকে পাঠানো হয় মুম্বইয়ের এনসিবি দপ্তরে। পৌঁছন বাবা চাঙ্কি পাণ্ডেও। প্রশ্ন উঠেছিল- আরিয়ান খানের মাদককাণ্ডে কি তাহলে অনন্যাও জড়িত? সেই উত্তর যদিও এখনও অধরা। এনসিবি আধিকারিকদের তরফে কিছু বলা না হলেও বৃহস্পতিবার টানা ২ ঘণ্টা জেরার পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) অফিস থেকে বেরোন অনন্যা পাণ্ডে ও তাঁর বাবা চাঙ্কি পাণ্ডে।ট

প্রসঙ্গত, শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গে চাঙ্কির (Chunkey Pandey) পরিবারের ঘনিষ্ঠতা সম্পর্কে ইন্ডাস্ট্রির অনেকেরই জানা। স্ত্রী গৌরী খানের বন্ধু চাঙ্কির স্ত্রী। সেই সূত্রে আরিয়ান খানের সঙ্গেও বেজায় ঘনিষ্ঠ বন্ধুত্ব অনন্যা পাণ্ডেরও। তারই কি মাশুল গুনতে হচ্ছে বলিউড নায়িকাকে?

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Did ananya pandey arranged drugs for aryan khan ncb to probe