Digha Jagannath Temple-Rachna Banerjee: 'ভারতের মধ্যে এমন ঘটনা আগে ঘটেনি..', দিঘায় জগন্নাথ মন্দির স্থাপনা নিয়ে অকপট রচনা বন্দোপাধ্যায়

Digha Jagannath Temple: গতকাল বহু তারকাকে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে পৌঁছে যেতে। সেই তালিকায় অরিন্দম শীল থেকে শ্রীকান্ত মহোতা এবং রূপঙ্কর বাগচীর নাম না উল্লেখ করলেই নয়। ইমন চক্রবর্তী যাবেন সেইখানে।

Digha Jagannath Temple: গতকাল বহু তারকাকে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে পৌঁছে যেতে। সেই তালিকায় অরিন্দম শীল থেকে শ্রীকান্ত মহোতা এবং রূপঙ্কর বাগচীর নাম না উল্লেখ করলেই নয়। ইমন চক্রবর্তী যাবেন সেইখানে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Digha Jagannath temple actor mp rachna Banerjee reacts on new mandir by CM Mamata Banerjee

কী বলছেন রচনা এই মন্দির নিয়ে? Photograph: (ফাইল চিত্র )

 Rachna Banerjee on Digha Jagannath temple: আজ বাংলার বুকে সেই বিশেষ দিন। দিঘার সৈকতে জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে দ্বারোদ্ঘটন হবে আজকে। গতকাল থেকে মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গিয়েছেন। এবং সেখানে, দুদিন ধরে মহাযজ্ঞ পালনের সঙ্গে সঙ্গে নানা ধরনের রীতিনীতি পালনের ঝলক নজরে আসছে। জগন্নাথ মহাপ্রভু, যদিও বা তিনি জগতের নাথ সারা জগতে তার বিচরণ, কিন্তু এবার পুরীর সঙ্গে সঙ্গে দীঘাতেও তিনি অধিষ্ঠান করবেন। গতকাল বহু তারকাকে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে পৌঁছে যেতে।

Advertisment

সেই তালিকায় অরিন্দম শীল থেকে শ্রীকান্ত মহোতা এবং রূপঙ্কর বাগচীর নাম না উল্লেখ করলেই নয়। ইমন চক্রবর্তী যাবেন সেইখানে। এছাড়াও সৌরভ গঙ্গোপাধ্যায় এর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় অনুষ্ঠান করবেন জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে। সেখানে দেখা গেল উৎফুল্ল মেজাজের রচনা বন্দ্যোপাধ্যায়কে। অভিনেত্রী যদিও এখন লোকসভার সংসদ, তিনি কী বলছেন এই জগন্নাথ মন্দির নিয়ে?

রচনা জগন্নাথ দেবের ভীষণ বড় ভক্ত। তিনি উড়িয়া ভাষায় প্রচুর ছবি করেছেন। বলা যেতে পারে তিনি বাংলার থেকে বেশি উড়িষ্যাতে জনপ্রিয়। আর সেখানে যা ফ্যান ফলোয়িং, সেই নিয়ে প্রশ্ন করার দরকার পড়ে না। এমনকি অভিনেত্রী উড়িষ্যার সুপারস্টারকে বিয়েও করেছিলেন, যদি বা সেই বিয়ে টেকেনি। কিন্তু না! রচনার জনপ্রিয়তা সেখানে সাংঘাতিক রয়ে গেছে। এবং জগন্নাথের এক বড় ভক্ত হিসেবে তিনি সবসময় তার সেবা করে থাকেন। তাই আজ যখন দিঘাতে এই মন্দির স্থাপন হল, তিনি আহ্লাদে আটখানা।

Advertisment

Digha Jagannath Temple-Tollywood: জগন্নাথ মন্দির প্রাঙ্গণ যেন ছোটখাটো …

অভিনেত্রী বলছেন, "দিঘা আগে শুধু পর্যটনের জায়গা ছিল, আর এখন সেটা ধর্মীয় জায়গা হয়ে গেছে। প্রচুর মানুষ আগে থেকে এখানে আসে এবং আশা করব আরো যেন মানুষ এখানে আসেন। পর্যটন যেমন উন্নত হবে, ঠিক তেমনি ভগবানের এখানে আবির্ভাব হয়েছে। এখানে তার মন্দির স্থাপন হলো। ইতিহাসের পাতায় জায়গা হয়ে গেল এই ঘটনার। ভারতবর্ষের মধ্যে এরকম ধরনের ঘটনা আজ অবধি ঘটেনি। সব থেকে বড় কথা এত সুন্দর একটা মন্দির হয়েছে। কেউ না দেখলে নিজের চোখে, বিশ্বাসই করতে পারবেন না। ভীষণ সুন্দর। পুরি তো আছে, পুরী সারাজীবন থাকবে। কিন্তু দিঘাতে এ ধরনের জগন্নাথ ধাম, অবিশ্বাস্য।"

যদি আবার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠানের ঘটনাকে, অনেকেই অন্যরকম চোখেও দেখছেন। কেউ এমনও বলছেন, গত বছর যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, সেই কারণে এই মন্দির প্রতিষ্ঠা করতেই হত। আবার কেউ বলছেন, যাক! পশ্চিমবঙ্গের বুকে ভাল কিছু হচ্ছে দেখেই আনন্দিত।

Rachana Banerjee Mahesh Lord Jagannath Temple Jagannath Temple Lord Jagannath CM Mamata banerjee