Digha Jagannath Temple-Tollywood: দিঘার সমুদ্র সৈকতে আজ জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা। কথায় বলে পুরীতে নীল মাধবের অন্তরে, স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয় রাজ করে। জগন্নাথ যিনি জগতের নাথ, তিনি অনিমিষ। তিনি অপলক দৃষ্টিতে চেয়ে থাকেন ভক্তদের উদ্দেশ্যে। পুরীর মাহাত্ম্য একদম অন্যরকমের। আর এবার দিঘার সমুদ্র সৈকতে জগন্নাথ ধামের ( Lord Jagannath Temple ) প্রতিষ্ঠা করেই ফের প্রশংসায় মুখ্যমন্ত্রী।
গতকাল থেকেই শুরু হয়ে গেছে মহাযজ্ঞ। সেখানে নানান বিধি নিয়মের নিরিখেই পুজোর কাজ করছেন তিনি। মুখ্যমন্ত্রীকে বেশ তৎপরতার সঙ্গে দেখা গেছে গতকালের অনুষ্ঠানে। আজকেও তার ব্যস্ততা কম না। এদিকে যখন দিঘাতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেখানে তারকা সমাগম থাকবে না এই নিশ্চয়ই হয় না। যদি বা বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট খেয়াল করলে দেখা যাবে, বিনোদন এবং রাজনীতি মিলেমিশে একাকার। নামিদামি তারকারা এখন রাজনীতির সঙ্গে জুড়েছেন। কেউ কেউ, সংসদ তো কেউ কেউ বিধায়ক। আর গতকাল তারকা সমাগমে ভর্তি ছিল সেই প্রাঙ্গণ। কে কে উপস্থিত আছেন সেখানে?
Digha Jagannath Temple-Rachna Banerjee: 'ভারতের মধ্যে এমন ঘটনা আগে …
জগন্নাথ না ডাকলে, তার কাছে যাওয়া সম্ভব নয়। অন্যদিকে মুখ্যমন্ত্রীর অনুরোধ এবং আমন্ত্রণ ফেলা একেবারেই সম্ভব নয়। কাদের কাদের দেখা গেল সে অনুষ্ঠানে? অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এছাড়া গতকালও বেশ কিছু ঝলক সামনে এসেছে। অভিনেত্রীরা প্রায় সেজেগুজে হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। ছিলেন সংগীত বিশেষজ্ঞ থেকে প্রযোজকরা। আজ সেখানেই ইমন চক্রবর্তী অনুষ্ঠান করার কথা। সংগীত বিশেষজ্ঞদের মধ্যে দেখা গেল শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় কে। অরিন্দম শীল এবং শ্রীকান্ত মহেতার মত প্রযোজকরা নজরে এসেছিলেন।
আর কে কে গেলেন?
লাভলী মৈত্র থেকে জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং অদিতি মুন্সী ছাড়াও গতকালের অনুষ্ঠানে দেখা গিয়েছিল দিগন্ত বাগচী থেকে নচিকেতা, এছাড়া মুখ্যমন্ত্রীর ভীষণ প্রিয় দেবকে ( Dev ) দেখা গিয়েছিল সেখানে। রঘু ডাকাতের লুক নিয়ে দেব হাজির হয়েছিলেন সেখানে। তারকাদের একসঙ্গে বসে যেমন গল্প করতে দেখা গেল, তেমনই দিদিকে সঙ্গে নিয়ে আলোচনা করতেও দেখা যায় তাঁদের।
গত বছর যখন রাম মন্দির প্রতিষ্ঠায় অযোধ্যায়, সে আয়োজন ছিল দেখবার মত। দেশের শিল্পপতি থেকে, বড় বড় তারকা থেকে খেলোয়াড় সকলেই আমন্ত্রণ পেয়েছিলেন সেখানে। এবং তারা প্রত্যেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে পৌঁছেও গিয়েছিলেন। এবার পশ্চিমবঙ্গে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে সেই একই দৃশ্য দেখা গেল।