কথা মতো সোমবারই মুক্তি পেল প্রয়াত সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি 'দিল বেচারা'র ট্রেলার। ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার হওয়ার কথা এই ছবির। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার পরিচালনায় তৈরি হয়েছে 'দিল বেচারা'। ২০১২ সালে প্রকাশিত জন গ্রিনের প্রভূত জনপ্রিয় উপন্যাস 'দ্য ফল্ট ইন আওয়ার স্টারস' অবলম্বনেই তৈরি ছবির চিত্রনাট্য। ৮ মে এই ছবির মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনাভাইরাস অতিমারীর প্রকোপে পিছিয়ে যায় মুক্তির তারিখ।
Advertisment
ছবিতে সুশান্ত সিং রাজপুত ছাড়াও অভিনয় করেছেন সঞ্জনা সাংঘি, সইফ আলি খান, এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। ২৫ জুন ডিজনি প্লাস হটস্টার জানায়, ডিজিটাল মাধ্যমে মুক্তি পাচ্ছে 'দিল বেচারা'। শুধু তাই নয়, সকলের জন্য বিনামূল্যে এই ছবি দেখার প্রস্তাব রাখে ওটিটি প্ল্যাটফর্মটি। সুতরাং আপনি এই চ্যানেলের সাবস্ক্রাইবার না হলেও দেখতে পাবেন 'দিল বেচারা'।
প্রসঙ্গত, ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রা এলাকায় নিজের বাড়িতে আত্মঘাতী হন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মৃত্যুর কারণ নিয়ে প্রাথমিক ভাবে অনেকে সন্দেহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলেই ঘোষণা করে মুম্বই পুলিশ, যদিও এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সেলেব্রিটি থেকে শুরু করে অসংখ্য সাধারণ মানুষও। তাঁর অকাল প্রয়াণে মর্মাহত পরিবার-পরিজন থেকে শুরু করে ঘনিষ্ঠ বন্ধু এবং আপামর অনুরাগীকুল। প্রায় কেউই এখনও মেনে নিতে পারছেন না সুশান্তের চলে যাওয়া। 'দিল বেচারা'র প্রিমিয়ার ঘোষণার সময় আবেগঘন হয়ে পড়েন মুকেশ ছাবরাও। প্রিয় বন্ধুকে বাদ দিয়েই মুক্তি পাচ্ছে তাঁর প্রথম ছবি।
সুশান্ত সিং রাজপুত ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন সঞ্জনা সাংঘি, সইফ আলি খান এবং স্বস্তিকা মুখোপাধ্যায়
ছবির পোস্টার শেয়ার করে মুকেশ ছাবরা লেখেন, "আমার প্রথম ছবির কেবল হিরো ছিল না সুশান্ত, বরং আমার বন্ধু ছিল, যে পাশে দাঁড়িয়েছিল কঠিন ও ভালো দুই সময়েই। 'কাই পো চে' থেকে 'দিল বেচারা' একসঙ্গে পাড়ি দিয়েছিলাম আমরা। ও আমাকে কথা দিয়েছিল যে আমার প্রথম ছবিতে ও থাকবে। কত পরিকল্পনা একসঙ্গে করেছিলাম, কত স্বপ্ন একসঙ্গে দেখেছিলাম, কিন্তু এই পরিণতি কখনও কল্পনা করিনি যে ওকে ছাড়া ছবি রিলিজ করতে হবে।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন