Advertisment
Presenting Partner
Desktop GIF

দিলীপ স্মরণে মোদী-মমতা-রাহুল, কিংবদন্তীর মৃত্যুতে শোকপ্রকাশ রাজনৈতিক ব্যক্তিত্বদের

কোথায়, কখন দিলীপ কুমারের শেষকৃত্য সম্পন্ন হবে? জানুন বিশদে।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Kumar, Dilip Kumar death, Narendra Modi, Mamata Banerjee, Rahul Gandhi, দিলীপ কুমার, Bengali News Today

দিলীপ স্মরণে মোদী-মমতা-মমতা-রাহুল

ফের নক্ষত্রপতন ভারতীয় চলচ্চিত্র জগতে। প্রয়াত কিংবদন্তী দিলীপ কুমার (Dilip Kumar)। শ্বাসকষ্ট নিয়ে বেশ কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নবতিপর দিলীপ কুমার। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র জগতে। দুঃসংবাদ প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই শোকবার্তা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিলীপ স্মরণে টুইট করেছেন রাহুল গান্ধী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Advertisment

এই মুহূর্তে দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুকে (Saira Banu) সমবেদনা জানাতে এবং তাঁর পাশে থাকতে হিন্দুজা হাসপাতালে গিয়ে পৌঁছেছেন বলিউড পরিচালক মধুর ভাণ্ডারকর (Madhur Bhandarkar)। ঘনিষ্ঠ সূত্রে খবর, হাসপাতাল থেকে প্রথমে অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর বান্দ্রার বাড়িতে। এরপর সেখান থেকেই নিয়ে যাওয়া হবে স্থানীয় কবরস্থানে। বিকেল ৫টা নাগাদ সান্তাক্রুজের জুহু কবরস্থানেই শায়িত করা হবে ইউসুফ খান ওরফে কিংবদন্তী দিলীপ কুমারের মরদেহ। কোভিড আবহে পুলিশের অনুমতিতে শুধুমাত্র জনা কয়েক ঘনিষ্ঠরাই উপস্থিত হতে পারবেন অভিনেতার শেষকৃত্যে।

<আরও পড়ুন: টেনিস কোর্টে নয়, এবার ওয়েব সিরিজে ‘লিয়েন্ডার-মহেশ’ জুটি>

নরেন্দ্র মোদীর (Narendra Modi) গভীর সমবেদনা জানিয়ে টুইট করেছেন, "দিলীপ কুমারজি ভারতীয় চলচ্চিত্র আপনাকে কিংবদন্তী হিসেবেই মনে রাখবে। প্রজন্মের পর প্রজন্ম আপনার অভিনয়ে মুগ্ধ। ওঁর মৃত্যু সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি। পরিবার, আত্মীয়-স্বজনদের প্রতি সমবেদনা রইল।"

স্ত্রীয় সায়রা বানু এবং দিলীপ কুমারের পরিবারকে সমবেদনা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "গভীরভাবে শোকাহত। অসাধারণ অভিনয় দক্ষতার জন্য আগামী প্রজন্ম মনে রাখবেন ওঁকে।"

রাহুল গান্ধী (Rahul Gandhi) লিখলেন, "দিলীপ কুমারজির পরিবার, আত্মীয়-স্বজন এবং অনুরাগীদের প্রতি সমবেদনা রইল। ভারতীয় সিনেমায় তাঁর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Dilip Kumar Saira Banu Mamata Banerjee bollywood rahul gandhi
Advertisment