দিলজিৎ দোশঞ্জ, গতকাল কলকাতায় এসে যেভাবে পারফর্ম করেছেন, সেটা শব্দে প্রকাশ করা সম্ভব না। গায়ক যে গোটা সিটি অফ জয়কে কাঁপিয়ে দেবেন, সেকথা আগেই বোঝা গিয়েছিল। কারণ, যতবার তিনি স্টেজ শো করেন ততবার তাঁর ভক্তদের আবার করে মুহূর্ত বাঁচতে দেখা যায়। কলকাতায় আসার পর, তাঁকে দেখা গিয়েছিল নানা কিছু করতে। কখনও তিনি ঘুরে বেরিয়েছিলেন হাওড়া ব্রিজ থেকে মল্লিক বাজার, আবার কখনও দক্ষিণেশ্বর পৌঁছে গিয়েছিলেন পুজো দিতে।
এই শহরটা, তাঁকে যে কতটা আপন করে নিয়েছে কিংবা এই শহরে এসে তিনি কতটা তাঁর তাঁকে খুঁজে পেয়েছেন, সেই বক্তব্য নিজেই বললেন কনসার্ট করতে করতে। সর্দারজ্বির গান যেমন মুগ্ধ করে, ঠিক তেমনই এবার তাঁর কাটা কাটা বাংলা ভাষা তাঁকে আরও বাংলার মানুষদের কাছে এনে দিয়েছে। গায়ক স্টেজে দাঁড়িয়েই তুললেন কলকাতা নাইট রাইডার্স থেকে শাহরুখ খানের প্রসঙ্গ।
'করব লড়ব জিতব রে...', যেদিন থেকে আইপিএল শুরু হয়েছে, এটাই যেন বাঙালিদের ট্যাগ লাইন হয়ে গিয়েছে। আর এই লাইন সারা দেশে বেশ বিখ্যাত। তাই দিলজিৎ নিজেও এই লাইন প্রসঙ্গে জানেন। তিনি এমনিও শাহরুখ ভক্ত। তাই, কলকাতায় এসে এই লাইন নিয়ে বললেন...
আরও পড়ুন - Diljit Dosanjh Kolkata Concert : নাচে-গানে জমজমাট উইকএন্ড, দিলজিৎ-এর কলকাতা কনসার্টে যশ-নুরসত
"করব লড়ব জিতব রে...., এই ট্যাগ লাইন বেশ সুন্দর। এটা কলকাতা নাইট রাইডার্স এর লাইন না? আর এটা তো শাহরুখ খান স্যারের টিম, তাই আমার তো ভাল লাগতেও হত। আমি তো উনার ভক্ত। এটা কিন্তু দারুণ একটা মন্ত্রও। যেটা আপনাকে অনেককিছু শেখায়। এটা আপনাকে শেখায় যে আপনি, পরিশ্রম করুন। লড়াই করুন। এবং জিত আসুক বা না আসুক, সেটা তো পরের ব্যাপার। কিন্তু, নিজের ১০০% দিতে হবেই। তাহলে জিতের কাছেও আর অপশন থাকবে না। লড়াই করতে থাক।"
প্রসঙ্গে, দিলজিৎ অমর সিং চমকিলা ছবির জন্য প্রশংসা কুড়িয়েছিলেন। শুধু তাই নয়, একবার সাক্ষাৎকারে ইমতিয়াজ আলী জানিয়েছিলেন, তিনি অমর সিং চমকিলার জন্য দিলজিৎকে এজন্যই সাইন করেছিলেন, কারণ শাহরুখ তাঁর কথা বলেছিলেন। কিং খান নাকি এমনই বলেছিলেন, যে দিলজিতের থেকে ভাল অভিনেতা নেই। উল্লেখ্য, বিদেশের বুকে দিল লিউমিনিটি ট্যুর শেষ করে এবার তিনি ভারতে ফিরেছেন। ভারতের নানা জায়গায় তিনি শো করছেন। কলকাতার পর পালা ব্যাঙ্গালোরের।