Advertisment
Presenting Partner
Desktop GIF

Diljit Dosanjh Kolkata Concert : নাচে-গানে জমজমাট উইকএন্ড, দিলজিৎ-এর কলকাতা কনসার্টে যশ-নুরসত

Diljit Dosanjh Kolkata : প্রথমবার কলকাতা কনসার্টে দিলজিৎ দোসাঞ্জ। শনিবার কনসার্ট থেকে ভিডিও শেয়ার করলেন যশরত।

author-image
Kasturi Kundu
New Update
দিলজিৎ-এর কলকাতা কনসার্টে যশ-নুরসত

দিলজিৎ-এর কলকাতা কনসার্টে যশ-নুরসত

yash-Nusrat At Diljit Dosanjh Kolkata Concert : অবশেষে এল শনিবারের সেই বহুপ্রতিক্ষীত সন্ধ্যা। সুরেলা সফরে কলকাতাবাসীর দিল জিতে নিলেন পঞ্জাবি গায়ক দিলজিৎ। তিলোত্তমার বুকে দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট ঘিরে ভক্তদের উত্তেজনা ছিল একেবারে চোখে পড়ার মতো। খাস কলকাতায় এসে বাঙালি রীতির সঙ্গে একেবারে মিলেমিশে গিয়েছেন গায়ক। তারকা তকমা ভুলে আমজনতার ভিড়ে মিশে গিয়েছিলেন দিলজিৎ। ভক্তের ভাঙা ফোনে হাসি মুখে সেলফিতে পোজও দিয়েছেন।

Advertisment

শনিবার সন্ধ্যায় দিলজিৎ-এর কনসার্টে উপচে পড়া ভিড় বুঝিয়ে দিল কলকাতাবাসী দিলজিৎ-কে কতটা পছন্দ করে। সন্ধ্যা ৭ টা থেকে শুরু হয়েছিল দিলজিৎ-এর কনসার্ট। এই জনপ্রিয় গায়কের স্টেজ পারফরম্যান্স দেখতে এসেছিলেন টলিপাড়ার পাওয়ার কাপল যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। 

দিলজিৎ-এর কনসার্ট থেকে ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। রক মিউজিকের তালে যশের সঙ্গে কোমড় দোলাতে দেখা গেল নুসরতকে। ক্যাজুয়েল লুকেই নজর কেড়েছেন দুজনে। নুসরতের গায়ে জ্যাকেট থাকলেও যশকে দেখা গেল শুধু টিশার্টে-ই। কাজের ব্যস্ততাকে দূরে রেখে যশরতের শনিবার কি সাম দিলজিৎ কে নাম।

প্রথমবার কলকাতায় দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট যে একেবারে জমজমাট সে কথা বলার অপেক্ষাই রাখছে না। তাঁর গান নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়, কিন্তু, দিলজিৎ-এর ভক্তদের মনে কোনও প্রভাবই ফেলে না। বরং মুহূর্তে বিক্রি হয়ে যায় তাঁর কনসার্টের টিকিট। 

মহানগরীতে পা রেখেই যেন কল্লোলিনীকে আপন করে নিয়েছেন। দিলখোলা দিলজিৎ-কে দেখেছে কলকাতাবাসী। হলুদ ট্যাক্সি চেপে কলকাতা সফর, হাওড়া ব্রিজে দাঁড়িয়ে গঙ্গা প্রনাম থেকে ফুলের মার্কেট থেকে ফুল কেনা, সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মন খুলে কথা বলা-দিলদার দিলজিৎ-কে দেখে মুগ্ধ বঙ্গবাসী। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে ভক্তদের সেলফি আবদারও মিটিয়েছেন দিলজিৎ। 

শ্রী রামকৃষ্ণদেবের ঘরে বসে ধ্যানও করেছেন। শনিবার কনসার্টের আগে পৌঁছে গিয়েছিলেন শহর কলকাতার প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতির আঁতুড়ঘর কফি হাউজে। জানালার ধারে একটি চেয়ার-টেবিলে বসে কফি কাপে চুমুক দেওয়ার সেই দৃশ্যের মধ্যেই যেন বাঙালি খুঁজে পেল কফি হাউজের সেই হারিয়ে যাওয়া আড্ডাটা।  

Diljit Dosanjh kolkata
Advertisment