/indian-express-bangla/media/media_files/2024/12/19/Ls57nbRWcbfT5Rx1QwqM.jpg)
দিলজিতের এত রেগে যাওয়ার কারণ কী? Photograph: (Instagram)
অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জ সম্প্রতি তার ছবি সর্দারজি ৩–কে ঘিরে, তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলেছেন। ছবিটিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনয় করেছেন এবং এটি পহেলগাম হামলার পর মুক্তি পায় বিদেশের বুকে। দিলজিৎ জানান, ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পেলেও ভারতে প্রদর্শিত হয়নি এবং তাকে ব্যক্তিগতভাবে রোষানলের শিকার হতে হয়েছে।
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “আমার ছবির শুটিং হামলার আগে হয়েছে, কিন্তু হামলার পরে ভারত এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গেই খেলেছে।” এক কনসার্টে দিলজিৎকে ভারতীয় পতাকাকে স্যালুট করতে দেখা যায়। জনতার উদ্দেশ্যে তিনি বলেন, “এটা আমার দেশের পতাকা, আমি সবসময় সম্মান করি। যদি অনুমতি দেন, কিছু বলতে চাই। ফেব্রুয়ারিতে যখন ছবির শুটিং হচ্ছিল, তখনও ম্যাচ চলছিল। তার পরপরই পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটে। তখন তো বটেই, এখনও আমরা প্রার্থনা করি, সন্ত্রাসীরা কঠোর শাস্তি পাক।
Diljit Dosanjh: পাঞ্জাব টু বিশ্বমঞ্চ, আন্তর্জাতিক মনোনয়ন পেলেন দিলজিৎ
তবে হামলার পর তাকে ‘জাতীয়তাবিরোধী’ বা রাষ্ট্রদ্রোহী আখ্যা দেওয়া হয়েছিল। দিলজিৎ -এর কথায়, "জাতীয় গণমাধ্যম আমাকে ওইভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছে। কিন্তু পাঞ্জাবি আর শিখ সম্প্রদায় কখনও দেশের বিরুদ্ধে যেতে পারে না।" তিনি আরও বলেন, "আমার কাছে অনেক উত্তর আছে, কিন্তু আমি চুপ থেকেছি। ভেতরে সবকিছু লুকিয়েছি। আমি শিখেছি, যে যা কিছু বলুক না কেন, সেই বিষ ভেতরে নিতে নেই। তাই কিছু বলিনি।"
উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এর পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। ভারতে পাকিস্তানি অভিনেতাদের সিনেমা মুক্তি নিষিদ্ধ করা হয়, বন্ধ হয় ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও। তবুও দিলজিতের ছবি সর্দারজি ৩, ২৭ জুন বিশ্বব্যাপী মুক্তি পায়, তবে ভারতের বাজারে তা দেখা যায়নি। এদিকে, এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি হলেও প্রথম ম্যাচ থেকেই ভারত সৌজন্যমূলক হ্যান্ডশেক করেননি।