/indian-express-bangla/media/media_files/2025/05/06/pSY4Uz7tNdG86rVe2gIx.jpg)
যা বললেন দিলজিৎ...
বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল একাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস ২০২৫ সালের, আন্তর্জাতিক এমি পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা ঘোষণা করেছে। এ বছর মোট ১৬টি বিভাগে ৬২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
ভারতের পক্ষ থেকে বড় সাফল্য এনেছেন দিলজিৎ দোসাঞ্জ। তাঁর নেটফ্লিক্স সিরিজ অমর সিং চামকিলা থেকে তিনি সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন, আর একই ধারাবাহিকটি টিভি মুভি/মিনি-সিরিজ বিভাগেও স্থান পেয়েছে। দিলজিৎ, সারা দেশব্যাপী ভীষণ জনপ্রিয় তো বটে, সঙ্গে তিনি আন্তর্জাতিক স্তরেও নিজের নাম করেছেন। এবং একথা বলতেই হয়, কনসার্টের মাধ্যমে তিনি বারবার মন জয় করেছেন ভক্তদের।
Raghu Dakat Review: মায়ের ব্যাটা রঘু 'ডাকাত' না 'নায়ক'? কেমন হল মেগাস্টার দেবের নতুন ছবি?
মনোনয়নের প্রতিক্রিয়ায় দিলজিৎ দোসাঞ্জ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন- "এটা সব ইমতিয়াজ আলী স্যার ও @netflix_in-এর কারণে।" অন্যদিকে, পরিচালক ইমতিয়াজ আলী লিখেছেন- "আমাদের গর্ব দিলজিৎ দোসাঞ্জ, এটি তাঁর একেবারেই প্রাপ্য।"
অমর সিং চামকিলা সিরিজটি, নিহত পাঞ্জাবি লোকগায়ক অমর সিং চামকিলার জীবন ও সঙ্গীতকে কেন্দ্র করে নির্মিত। যিনি লোকসমাজে 'পাঞ্জাবের এলভিস' নামে পরিচিত ছিলেন। গত বছরের এপ্রিলে নেটফ্লিক্সে মুক্তির পর থেকে এটি সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করে।
কিছু উল্লেখযোগ্য বিভাগ ও মনোনয়ন:
সেরা অভিনেতা
- দিলজিৎ দোসাঞ্জ — অমর সিং চামকিলা (উইন্ডো সিট ফিল্মস / নেটফ্লিক্স, ভারত)
- ডেভিড মিচেল — লুডউইগে (বিগ টক স্টুডিও / দ্যাট মিচেল অ্যান্ড ওয়েব কোম্পানি, যুক্তরাজ্য)
- ওরিওল প্লা — আমি, আসক্ত (আলেয়া মিডিয়া / ডিজনি+, স্পেন)
- ডিয়েগো ভাসকেজ — একশ বছরের নির্জনতা (ডায়নামো প্রোডাকশনস / নেটফ্লিক্স)