Diljit Dosanjh Kolkata : খাস কলকাতায় এবার দিলজিৎ দোসাঞ্জ। ২৭ নভেম্বর বুধে শহরে পা রেখেছেন এই পঞ্জাবি পপ গায়ক। আগামী শনিবার কলকাতায় তাঁর গানের অনুষ্ঠান। দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, আমদাবাদ, লখনউ, পুণের পর এ বার তিলোত্তমায় দিলজিৎ দোসাঞ্জ। মহানগরী কলকাতায় এসে একটু শহর ঘুরে দেখবেন না তাই কখনও হয় নাকি? শিল্পী তাঁর সমাজমাধ্যমের পেজে কলকাতা দর্শনের সুন্দর মুহূর্তের কোলাজ বানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাংলা গান। দিলজিৎ এই ভিডিওর মধ্যে দিয়েই দেখালেন কলকাতায় এসে কোথায় কোথায় ঘুরতে গেলেন। গাড়ি ছেড়ে পায়ে হেঁটে শহর ঘুরলেন দিলজিৎ।
কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি চড়তে দিল খুশ দিলজিতের। ট্যাক্সির ভিতরে হাসি মুখে লেন্সবন্দি হয়েছেন গায়ক। হাওড়া ব্রিজের উপর দাঁড়িয়ে প্রাণ খুলে শ্বাস নিচ্ছেন। কখনও দু'হাত জোড় করে হাওড়া ব্রিজে দাঁড়িয়ে গঙ্গা প্রনাম করলেন গায়ক দিলজিৎ দোসাঞ্জ। হাওড়ার ফুলের মার্কেট ঘুরে ফুলও কিনলেন। শুধু তাই নয়, রাস্তার ধারে বসে থাকা দু-একজন মহিলার হাতে সূর্যমুখী ফুলের তোড়া তুলে দিলেন দিলজিৎ। ফুলের মার্কেট থেকে গোলাপও কিনেছেন দিলজিৎ। হাসি মুখে সকলের সঙ্গে কথা বলতেও দেখা যাচ্ছে তাঁকে।
গঙ্গার ঘাটে বসে কলকাতা পরিদর্শনের অনুভূতি যেন উপভোগ করেছেন দিলজিৎ। সেলেব তকমা দূরে রেখে আমজনতার ভিড়ে মিশে গিয়েছেন। ফুল বিক্রেতাদের সঙ্গে রীতিমতো গল্প জুড়ছিলেন দিলজিৎ দোসাঞ্জ। ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করতেই লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। দিলজিতের গান নিয়ে তৈরি হয় অনেক বিতর্ক।
আরও পড়ুন: কলকাতা কনসার্টে আকাশছোঁয়া টিকিটের দাম, তাঁর মাঝেই ভক্তর আর্জি রাখলেন দিলজিৎ ...
কিন্তু, ভক্তের ভালবাসার কাছে সবই যেন ফিকে। কলকাতায় দিলজিৎ-এর অনুষ্ঠানের টিকিটের দাম ৫০ হাজার। দিলজিতের এক ভক্ত টিকিট পাননি। গায়কের কাছে টিকিটের জন্য কাতর আর্জি জানিয়েছেন। অনুরাগীর পোস্টে সাড়া দিয়ে এক্স হ্যান্ডেলে দিলজিৎ আশ্বস্ত করে লিখেছেন, 'আচ্ছা, ব্যবস্থা হয়ে যাবে মনিন্দর'। পঞ্জাবি গায়কের এই পদক্ষেপে তাঁর দরাজ প্রশংসা করেছেন ফ্যানেরা।