New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/06/lExnHZuqWNadp4mTPEYo.jpg)
diljit doshanj video viral: দুজনে যৌথভাবে রবিবার সকালে একটি রিল শেয়ার করেছেন, যেখানে উইল Photograph: (Instagram)
diljit doshanj video viral: দুজনে যৌথভাবে রবিবার সকালে একটি রিল শেয়ার করেছেন, যেখানে উইল তার স্মার্টফোনে দিলজিতের একটি ছবি দেখানোর পরপরই তাঁরা নাচতে শুরু করেন। দিলজিতের স্টেপের সঙ্গে পা মিলিয়ে উইলও নাচছেন।
diljit doshanj video viral: দুজনে যৌথভাবে রবিবার সকালে একটি রিল শেয়ার করেছেন, যেখানে উইল Photograph: (Instagram)
Diljit Doshanj video viral: দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে হলিউডের তারকাদের যোগাযোগ দারুণভাবে বাড়ছে। সাম্প্রতিক এড শিরান তাঁর কনসার্টে যোগ দিতেই আলোানচ হয়। গত বছর মুম্বাইয়ের কনসার্টে এবং বার্মিংহামে দিল-লুমিনাতির কনসার্টে দিলজিতের সঙ্গে মঞ্চে যোগ দেন ব্রিটিশ পপ তারকা। এমনকি দিলজিৎ এবার যার সঙ্গে নাচতে ব্যাস্ত তিনি আর কেউ নন বরং হলিউড তারকা উইল স্মিথ। ইনস্টাগ্রাম রিলসে যেভাবে তাঁরা নাচছেন।
দুজনে যৌথভাবে রবিবার সকালে একটি রিল শেয়ার করেছেন, যেখানে উইল তার স্মার্টফোনে দিলজিতের একটি ছবি দেখানোর পরপরই তাঁরা নাচতে শুরু করেন। দিলজিতের স্টেপের সঙ্গে পা মিলিয়ে উইলও নাচছেন। দুজনকে পাঞ্জাবের ভাংরা নাচতে দেখা যায়। এমনকি দুজনে রিলের শেষে হাত মেলান এবং আলিঙ্গনও করেন। ক্যাপশনে লেখা হয়েছে, "পাঞ্জাবিরা কাঁপিয়ে দিয়েছে। এক এবং অনন্য জীবন্ত কিংবদন্তি উইল স্মিথের সিঙ্গে নাচ।" সঙ্গে বেশ কয়েকটি ইমোজি জুড়েছেন তিনি।
উইল স্মিথ তার নতুন মিউজিক অ্যালবাম 'বেসড অন আ ট্রু স্টোরি' প্রকাশের কয়েকদিন পর এই কলাবরেশন দেখা গেল। এমনকি নিজের নতুন অ্যালবামে ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কমেডিয়ান ক্রিস রককে দেওয়া বিতর্কিত চড় প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি। অস্কার ২০২২ টেলিকাস্টের সময়, উইলের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথকে নিয়ে কৌতুক করে, ক্রিসকে চড় মারার পরে অভিনেতা শিরোনামে এসেছিলেন। নিজের আসনে ফিরে এসে অভিনেতা চিৎকার করে বলেন, 'আমার স্ত্রীর নাম মুখে আনবেন না। পরে উইল কিং রিচার্ড ছবিতে তার অভিনয়ের জন্য সেরা অভিনেতার জন্য অস্কার নিতেই স্টেজে ওঠেন।
যদিও আজ সকাল থেকেই দিলজিতের কান্ডকীর্তি ভাইরাল। শুধু তাই নয় তাঁদের দুজনের নাচ দেখে তারকা সমাজ আনন্দে আত্মহারা। কেউ বলছেন এটা দেখাই বাকি ছিল। আবার কেউ বলছেন এহেন আনন্দ আমরা আগে পায়নি। দুই কিংবদন্তিকে নাচতে দেখে তাঁদের আনন্দ দেখে কে। অন্যদিকে দিলজিৎ, তিনি যেন উইল স্মিথকে ভাংরা এবং ঢোল বিটে নাচতে দেখে আলাদাই মজায় রয়েছেন। এখন পরিতৃপ্তির হাসি হাসছেন তিনি।