Bengali Actor Divorce: দাম্পত্যের ১০ বছর পূর্তির আগেই বিচ্ছেদ! সুদীপের সঙ্গে ডিভোর্স ঘোষণা পৃথার, মুখ খুললেন অভিনেতা

Sudip Mukherjee-Preetha Chakraborty: ২০১৫ সালে রূপকথার বিয়ে সেরেছিলেন সুদীপ-পৃথা। অসমবয়সী প্রেমের বিয়ে করে তাঁরা হয়ে উঠেছিলেন 'ট্রেন্ড সেটার'। কিন্তু, বিয়ের ১০ বছর পূর্তির আগেই ফের সংসার ভাঙছে সুদীপের? কী বলছেন অভিনেতা?

Sudip Mukherjee-Preetha Chakraborty: ২০১৫ সালে রূপকথার বিয়ে সেরেছিলেন সুদীপ-পৃথা। অসমবয়সী প্রেমের বিয়ে করে তাঁরা হয়ে উঠেছিলেন 'ট্রেন্ড সেটার'। কিন্তু, বিয়ের ১০ বছর পূর্তির আগেই ফের সংসার ভাঙছে সুদীপের? কী বলছেন অভিনেতা?

author-image
Kasturi Kundu
New Update
সুদীপের সঙ্গে ডিভোর্স ঘোষণা পৃথার

সুদীপের সঙ্গে ডিভোর্স ঘোষণা পৃথার

Sudip-Preetha Divorce: 'আমি আর সুদীপ, আমরা আর একসঙ্গে নেই। আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের কথা ঘোষণা করলাম। তবে আমরা চিরদিন ভাল বন্ধু হয়ে থাকব'। অভিনেতা সুদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন স্ত্রী পৃথা। শনিবার সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গিয়ে এই পোস্ট দেখে অনেকেই চমকে উঠেছে। তাঁদের সুখী দাম্পত্যের একাধিক নজির বিভিন্ন সময়ে উঠে এসেছে সমাজমাধ্যমের পাতায়। স্ত্রী-সন্তান নিয়ে হ্যাপি ফ্যামিলি সুদীপের। এই মুহূর্তে চিরসখা-য় অভিনয় করছেন। স্বতন্দ্র বোসের চরিত্রে আরও একবার বাংলা মেগার দর্শকের দিল জিতে নিয়েছেন।

Advertisment

 টেলিভিশনের পর্দায় যখন একজন একাকী নারীর পারফেক্ট সঙ্গী তখন বাস্তবে বৈবাহিকজীবনে ঝড়!! এই প্রসঙ্গে পৃথার সঙ্গে যোগাযোগ করলে তিনি কিছু বিশেষ কিছু বলতে চাননি। বরং তাঁর কথায় ছিল বিরক্তির ছাপ। তাঁর জবাব,'আপনারা যা ভাবার ভেবে নিন।' অন্যদিকে সুদীপ মুখোপাধ্যায় পৃথার পোস্টের সত্যতা উড়িয়ে দিয়ে বলছেন, 'It's A Fool Week'। এপ্রিল মাসে কম-বেশি সকলেই একে অপরকে এপ্রিল ফুল করে থাকে। কিন্তু, তাই বলে ডিভোর্স নিয়ে রসিকতা? একগাল হেসে এই প্রশ্ন একপ্রকার এড়িয়ে গিয়েছেন সুদীপ।

Advertisment

কিন্তু, পৃথার পোস্টের পর প্রশ্ন জাগঠে সাম্প্রতিককালে সুদীপের সোশ্যাল মিডিয়া পোস্টগুলোও সম্পর্ক ভাঙনের ইঙ্গিত দিচ্ছিল? দিন কয়েক আগেই লুকিয়ে প্রেম করে ধরা পড়া নিয়ে একটি মজার পোস্ট শেয়ার করেছিলেন। যদিও সুদীপ সেখানে লিখেছিলেন, সেটা তাঁর এক বন্ধুর অভিজ্ঞতা। এদিকে আবার ২৯ মার্চ স্ত্রী ও দুই সন্তানের ঘিবলি ইমেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তাহলে সত্যিই এপ্রিল মাসে ডিভোর্স নিয়ে নিছক রসিকতাই করলেন পৃথা? 

প্রসঙ্গত, দামিণী বেণি বসু-র সঙ্গে দীর্ঘ আট বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন সুদীপ। ২০১৩-এ বিবাহবিচ্ছেদের দু'বছর পর অর্থাৎ ২০১৫-তে পৃথার সঙ্গে নতুন পথচলা শুরু করেন। অসমবয়সী প্রেম নিয়ে অনেক কটূক্তি শুনেছেন দুজনেই। কিন্তু, ব্যক্তিগতজীবনে তার কোনও প্রভাব কখনই পড়েনি। কিন্তু, দাম্পত্যের বয়স ১০ হওয়ার আগেই আরও একবার সংসার ভাঙছে সুদীপের?

Bengali Cinema Bengali Serial Bengali Actor Bengali Film Bengali serial TRP Bengali Film Industry Sudip Mukherjee