হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দীপঙ্কর দে

Dipankar Dey: গত ১৭ ডিসেম্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপঙ্কর দে। ঘনিষ্ঠ সূত্রের খবর, তাঁকে রিলিজ করা হয়েছে হাসপাতাল থেকে।

Dipankar Dey: গত ১৭ ডিসেম্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপঙ্কর দে। ঘনিষ্ঠ সূত্রের খবর, তাঁকে রিলিজ করা হয়েছে হাসপাতাল থেকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Dipankar Dey released from hospital

ছবি: দোলন রায়ের ফেসবুক পেজ থেকে

অভিনেতা দীপঙ্কর দে-র অসুস্থতার খবরে অত্যন্ত বিষণ্ণ হয়ে উঠেছিল টেলি ও টলিপাড়া। বাংলার অভিনেতা-অভিনেত্রীদের প্রিয় টিটোদার দ্রুত আরোগ্য কামনা করে অনেকেই বার্তা দিয়েছিলেন সোশাল মিডিয়ায়। ২০ জানুয়ারি, হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বর্ষীয়ান অভিনেতা, এমনটাই জানা গিয়েছে ঘনিষ্ঠ সূত্রে।

Advertisment

অভিনেত্রী দোলন রায় ও দীপঙ্কর দে-র বিয়ের দিন, অর্থআৎ ১৬ জানুয়ারি সকাল থেকেই তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছিল বলে জানা গিয়েছে। উদ্বিগ্ন দোলন রায় তাই অনুষ্ঠানটি বাতিল করার কথাও ভেবেছিলেন, টেলিপাড়া সূত্রের খবর। কিন্তু বিয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয় ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুদের উপস্থিতিতে।

আরও পড়ুন: রবি ঘোষের ভূমিকায় রুদ্রনীল! গুঞ্জন নিয়ে যা জানালেন অভিনেতা

তার পরের দিন অর্থাৎ ১৭ জানুয়ারি সকাল থেকেই আবারও শ্বাসকষ্টজনিত সমস্যা প্রবল হওয়ায় চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। জানা গিয়েছে, তাঁর পরামর্শেই সল্টলেকের আমরি হাসপাতালের আইসিসিইউ-তে ভর্তি করা হয় অভিনেতাকে। ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা নাগাদ ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা আর ছাড়া পেলেন তিনদিনের মাথায়, ২০ জানুয়ারি, সোমবার।

Advertisment

চিকিৎসকেরা বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং তাঁকে সারাক্ষণ পর্যবেক্ষণেও রেখেছিলেন। অভিনেতা এখন অনেকটাই সুস্থ বলে জানা গিয়েছে। বিগত কয়েক বছর ধরেই টেলিপর্দায় নিয়মিত অভিনয় করছেন দীপঙ্কর দে। তবে গত কয়েক মাস তিনি কাজ থেকে কিঞ্চিৎ বিরতি নিয়েছিলেন।

বাংলা বিনোদন জগতে তিনি অত্যন্ত জনপ্রিয় বর্তমান প্রজন্মের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক এবং টেকসিয়ানদের মধ্যেও। সদাহাস্যময় এই মানুষটির অসুস্থতায় তাই অনেকেই অত্যন্ত বিষণ্ণ ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। ২০ জানুয়ারি তাঁর হাসপাতাল থেকে রিলিজের খবরটি পেয়ে অনেকটাই স্বস্তি নেমেছে টলি ও টেলিজগতে।

Bengali Serial Bengali Television Bengali Actor