Advertisment
Presenting Partner
Desktop GIF

Dipanwita Rakshit Accident: হাসপাতালে যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনা, কেমন আছেন 'খুকুমণি' দীপান্বিতা?

Dipanwita Rakshit Health: হাসপাতালে যাওয়ার পথে বিপদের মুখে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা। হাতে চোট লাগার ছবিও শেয়ার করেছেন। কী জানালেন 'খুকুমণি'?

author-image
Kasturi Kundu
New Update
হাসপাতালে যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনা

হাসপাতালে যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনা

Dipanwita Rakshit Health Update: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত। 'তুঁতে', 'খুকুমণি হোমডেলিভারি'-এর মতো ধারাবাহিকে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। খুব শীঘ্রই ওটিটি-র নতুন কাজ শুরু করবেন দীপান্বিতা। ডিজিটাল প্ল্যাটফর্ম ক্লিক-এর 'মরীচিকা' সিরিজে দেখা যাবে ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীকে। তার আগেই বিপত্তি! বাইক দুর্ঘটনায় দু-হাতে গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী। ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করেছেন দীপান্বিতা।

Advertisment

সঙ্গে আবার হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, 'ব্যাড লাক', 'অ্যাক্সিডেন্ট'। কী ভাবে এমন বিপদ ঘটল আর এখন কেমন আছেন সেই খোঁজ নিতে 'ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন'-এর তরফে দীপান্বিতার সঙ্গে যোগাযোগ করা হয়। ফোনের ওপারে একেবারে 'কুল' মুডে বললেন, 'এখন ভাল আছি। চিন্তার কোনও কারণ নেই।'

দীপান্বিতার কাছে জানতে চাওয়া হয় কী ভাবে চোট পেলেন তিনি? উত্তরে অভিনেত্রী বলেন, 'আমার একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল। চার-পাঁচদিন আগে হাসপাতাল থেকে ফিরেছি। আসলে আমার গলব্লাডারে স্টোনের জন্য একটা মাইক্রো সার্জারি হয়েছিল। সেটারই সেলাই কাটার বিষয় ছিল। সেদিন সেলাই কাটতেই যাচ্ছিলাম। কিন্তু, ভাগ্য খারাপ হলে যা হয় আর কী। সেদিন আমার ড্রাইভার দাদা ছিল না। আমি ভাবলাম বাড়ির পাশেই তাই বাইক বুক করেছিলাম। স্পিডটা একটু বেশি ছিল, তখনই রাস্তায় পড়ে গিয়ে দু'হাতে চোট লাগে। পেটের কাছে লেগেছিল। তবে ভাগ্যক্রমে খুব বেশি কিছু হয়নি।'

Advertisment

দীপান্বিতা আরও বলেন, 'সেলাইটা শুকিয়ে গিয়েছিল বলেই অতটা লাগে নি। তবে আমি এই বিষয়গুলো নিয়ে খুব একটা ভয় পাই না। ছোট থেকেই মেডিক্যাল লাইনের অনেক বিষয় নিয়ে ঘাটাঘাটি করেছি। ভেলোর গিয়েও অনেক কিছু সামলেছি। তখন আমি ক্লাস টেনে(10th) পড়ি। সিএমসি-তে ঘুরে নিজের এন্ডোসকপি থেকে শুরু করে ইসিজি বাকি টেস্ট সব নিজে করিয়েছি। তাই আমি এগুলোতে অভ্যস্ত। গলব্লাডারে স্টোন অপারেশনের দিনও আমি ভর্তি থাকিনি। একপ্রকার জেদ করেই বাড়ি চলে আসি। কিন্তু, সেলাই কাটার দিন ভর্তি থাকতে হয়েছিল।'

Bengali Serial Bengali Television Bengali serial TRP Bengali News Bengali Actress
Advertisment