Dipika Kakar Hospitalized: অসহ্য যন্ত্রণা-ধুম জ্বর! হাসপাতালে কাতরাচ্ছেন দীপিকা, ভক্তদের প্রার্থনার আর্জি তারকা স্বামীর

Dipika Kakar Health Update: শোয়েব জানিয়েছেন দীপিকার লিভারে টেনিস বলের মতো বিশালাকার টিউমারের অস্ত্রোপচার হবে। তাঁদের ছোট্ট সন্তানের জন্য আরও বেশি দুঃশ্চিন্তা। কারণ এই মুহূর্তে দীপিকার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী।

Dipika Kakar Health Update: শোয়েব জানিয়েছেন দীপিকার লিভারে টেনিস বলের মতো বিশালাকার টিউমারের অস্ত্রোপচার হবে। তাঁদের ছোট্ট সন্তানের জন্য আরও বেশি দুঃশ্চিন্তা। কারণ এই মুহূর্তে দীপিকার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
হাসপাতালে কাতরাচ্ছেন দীপিকা,

হাসপাতালে কাতরাচ্ছেন দীপিকা

Dipika Kakar Health Condition: হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি শোয়েব ইব্রাহিম ও দীপিকা কাকড়। দীর্ঘ চারবছর সংসার করার পর ২০১৫ সালে রনৌক স্যামসনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় দীপিকার। এরপরই শশুরাল সিমর কা-র সেটে অভিনেতা শোয়েব ইব্রাহিমের কাছাকাছি আসেন দীপিকা। ২০১৮ সালে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন তাঁরা। পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন।

Advertisment

Advertisment

২০২৩-এ অভিনেত্রীর কোলে আসে তাঁদের প্রথম সন্তান। সেলেব দম্পতির সুখী গৃহকোণের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শোয়েব-দীপিকা। তবে এই মুহূর্তে মন খারাপ যুগলের ভক্তদের। নিজের ভ্লগে শোয়েব জানিয়েছেন দীপিকার লিভারে টেনিস বলের মতো বিশালাকার টিউমারের অস্ত্রোপচার হবে। তাঁদের ছোট্ট সন্তানের জন্য আরও বেশি দুঃশ্চিন্তা। কারণ এই মুহূর্তে দীপিকার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী।

অতিরিক্ত যন্ত্রণার কারণে জ্বরে ভুগছেন দীপিকা। সেই জন্য টিউমারের অস্ত্রোপচারও আরও কয়েকদিন পিছিয়ে গেল। শোয়েব তাঁর ভ্লগে জানিয়েছেন, ছোট্ট সোনাকে স্তন্যপান বন্ধ করিয়ে দিয়েছেন। যার দরুণ স্তনেও ব্যথা শুরু হয়েছে দীপিকার। আর সেই ব্যথা থেকেই জ্বর এসেছে। যা পরে ফ্লুতে পরিণত হয়। সারা রাত কোল্ড কম্প্রেস ও ওষুধ খেয়েও কোনও সুরাহা হয়নি। অগত্যা কোকিলাবেন হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আগে ফ্লু-এর চিকিৎসা করতে হবে। রিপোর্ট দেখে চিকিৎসা শুরু হবে। অভিনেতা জানিয়েছেন, 'সম্ভবত পরের সপ্তাহে অস্ত্রোপচার হবে।'

ছোট্ট ছেলের বুদ্ধাদীপ্ততার প্রশংসা করে শোয়েব বলছেন, রুহান কিন্তু মায়ের শরীর খারাপের বিষয়টা উপলব্ধি করতে পারছে। মাতৃদুগ্ধ পানের জন্য ঘনঘন কাঁদছেও না। যদিও বা একটু কান্নাকাটি করে কিছুক্ষণের মধ্যেই থেমে যায়। এটা দেখে দীপিকা একটু স্বস্তি পেয়েছে বলেই জানিয়েছেন শোয়েব। প্রতিনিয়ত দীপিকার শারীরিক অবস্থার আপডেট ভক্তদের দিতে পারছেন না বলে ক্ষমাও চেয়েছেন শোয়েব। অভিনেতা বলছেন, 'ভগবানের প্রতি আমার বিশ্বাস আছে। আশা করি সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।' অনুরাগীদেরও প্রার্থনা করার অনুরোধ করেছেন শোয়েব।  

আরও পড়ুন 'ও ভাল নেই', টেনিস বলের মতো বিশালাকার...! কঠিন সময়ে পাশে থাকার আর্জি অভিনেত্রীর স্বামীর

TV Actress Hindi Television hindi serial Dipika Kakar