/indian-express-bangla/media/media_files/2025/06/07/h6cqnGIYQnVLyJh7nPBC.jpg)
ICU-থেকে মুক্তি দীপিকার
Dipika Liver cancer: স্টেজ ২ লিভার ক্যানসারের সঙ্গে লড়াই করছেন টেলি অভিনেত্রী দীপিকা কাকড়। গত মঙ্গলবার দীর্ঘ ১৪ ঘণ্টার অস্ত্রোপচার হয়েছে। বুধবার সোশ্যাল মিডিয়া পোস্টে পার্টনারের হেলথ আপডেট শেয়ার করেন তারকা স্বামী শোয়েব ইব্রাহিম। পরিস্থিতি আগের তুলনায় স্থিতিশীল তাও জানান। চরম উদ্বেগের মধ্যেও কিছুটা স্বস্তি পেয়েছেন অভিনেতা ও তাঁর পরিবার। কারণ শনিবার ঈদের আগের দিনই আইসিইউ থেকে বের করা হয়েছে দীপিকাকে। নিজের ভ্লগে সে কথা জানিয়েছেন শোয়েব। আল্লাহকে ধন্যবাদ জানিয়ে শোয়েব বলছেন, 'ঈদের আগের দিন দীপিকাকে আইসিইউ থেকে বের করে আনা হল। এটা আমার কাছে অনেকটা স্বস্তির। উৎসবের মরশুমে আমাদের সঙ্গে থাকতে পারবে। তিনদিন আইসিইউ-তে ছিল। অস্ত্রোপচারের পর এখন অনেকটাই ভাল আছে। সন্ধ্যাবেলা চিকিৎসকরা সিদ্ধান্ত নেন দীপিকাকে নরমাল বেডে শিফট করা হবে। আরও বেশ কিছুদিন হাসপাতালেই থাকতে হবে।'
আরও যোগ করেন, 'দীপিকার গলব্লাডারেও স্টোন ছিল। সেটাও চিকিৎসকরা অস্ত্রোপচারের সময় নির্মূল করে দিয়েছেন। লিভারেরও একটা অংশ কেটে বাদ দিতে হয়েছে যেটা ম্যালিগন্যান্ট ছিল। চিকিৎসকরা জানিয়ছেন এতে কোনও সমস্যা হবে না। সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে। তবে আমাদের সতর্ক থাকতে হবে। শরীরের সঠিক যত্ন নিতে হবে।' দীপিকার ১৪ ঘণ্টার অস্ত্রোপচারের সেই কঠিন মুহূর্তের বিবরণ দিতে গিয়ে বলেছেন, 'চিকিৎসকরা আগেই বলে দিয়েছিলেন এটা অনেক লম্বা সময়ের অস্ত্রোপচার। সকাল সাড়ে আটটায় ওটিতে নিয়েছিল আর বের করেছে রাত সাড়ে ১১ টায়। আইসিইউ-তে শিফট করার পর আমি দীপিকার কাছে যাই। সন্ধ্যা ছ'টা-সাতটার সময় আমাদের চিন্তা ক্রমশ বাড়ছিল। কারণ ওটি থেকে কোনও আপডেটই পাচ্ছিলাম না। আসলে এইরকম পরিস্থিতির মুখোমুখি আগে তো কখনও হইনি। তবে চিকিৎসকরা ওটিতে যাওয়ার আগে এটুকু বলে গিয়েছিলেন যে যদি বাইরে আমরা কেউ না আসি তাহলে বুঝবেন অস্ত্রোপচারের কোনও সমস্যা হচ্ছে না।'
প্রসঙ্গত, হিন্দি মেগার অত্যন্ত পরিচিত মুখ দীপিকা কাকড়। অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম ইউটিউব চ্যানেলে দীপিকার অসুস্থতার খবর শেয়ার করেন। প্রতি মুহূর্তের হেলথ আপডেট দিচ্ছেন। তবে যেদিন জানতে পেরেছেন টিউমারটি ম্যালিগন্যান্ট সেদিন ইনস্টা স্টোরিতে সেই খবর নিজেও দিয়েছেন দীপিকা। কঠিন সময়েও মনের জোর অটুট। দুধের শিশুকে রেখে হাসপাতালে দৌড়াদৌড়ি, স্তন্যপান বন্ধ করিয়ে দেওয়া কতটা চ্যালেঞ্জিং সেটা বুঝতে পারলেও নিরুপায় দীপিকা। ভক্ত থেকে সতীর্থ প্রত্যেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
আরও পড়ুন স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত দীপিকা, ১৪ ঘণ্টার কঠিন অস্ত্রোপচার, কেমন আছেন অভিনেত্রী?