/indian-express-bangla/media/media_files/2025/06/30/cats-2025-06-30-19-35-58.jpg)
চিন্তিত দীপিকা
Dipika kakar Emotional On Shefali Jariwala Death: ৩ জুন মঙ্গলবার দীর্ঘ ১৪ ঘণ্টার অস্ত্রোপচার হয়েছে দীপিকা কাকড়ের। স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। তারকা স্বামী শোয়েব ইব্রাহিম সোশ্যাল মিডিয়া পোস্ট ও ভ্লগের মাধ্যমে জানিয়েছেন ঈদের আগের দিনই আইসিইউ থেকে বের করে জেনারেল বেডে শিফট করা হয়েছে দীপিকাকে। লিভারের একাংশ কেটে বাদও দেওয়া হয়েছে। আগামী দিনগুলোতেও খুব সাবধানে থাকার ও শরীরের সঠিক যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
ভ্লগের মাধ্যমে দীপিকার প্রতি মুহূর্তের হেলথ আপডট শেয়ার করেছেন শোয়েব। এবার নিজের শারীরিক অবস্থার কথা জানলেন দীপিকা স্বয়ং। বিগত কয়েকদিন শুধু বাড়ি আর হাসপাতালই করেছেন। তবে এবার প্রিয়তমার মন ভাল করতে একটু ঘুরতে নিয়ে গেলেন তারকা স্বামী।
শ্বশুরাল সিমর কা খ্যাত অভিনেত্রী দীপিকা হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর প্রথমবার পরিবারের সঙ্গে বাইরে সময় কাটালেন। ভ্লগে শোয়েব জানিয়েছেন, 'চিকিৎসকের সঙ্গে কথা বলেই আমি দীপিকাকে ঘুরতে নিয়ে এসেছি। প্রতিটি মুহূর্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই চলছে দীপিকা।'
স্ত্রীর সঙ্গে মজা করে বলেছেন, 'যে মানুষটা প্রচণ্ড বকবক করে, সকলের সঙ্গে মেলামেশা করতে ভালবাসে তাঁকে কখনও ঘরহবন্দি করে রাখা যায়!' দ্বিতীয় স্তরের ক্যানসারের অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থতার পথে দীপিকা। সেই বিষয়টিও খোলসা করলেন অভিনেত্রী।
দীপিকা বলেন, 'রোবোটিক সার্জারির জন্যই আমি দ্রুত সুস্থ হয়ে উঠছি। ওপেন সার্জারিতে সুস্থ হতে অনেকটা সময় লাগে। আমরা যখন প্রথম চিকিৎসকের সঙ্গে দেখা করি আমাদের এই সার্জারির পরামর্শ দিয়েছিলেন। সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে সেই জন্যই রোবোটিক সার্জারি করতে বলেছিলেন।'
বিষয়টি আরও ভাল করে বিশ্লেষণ করেন শোয়েব। তিনি জানান, 'ওপেন সার্জারিতে সাধারণ এল আকৃতির ছেদ থাকে। কিন্ত, রোবোটিক সার্জারিতে পাকস্থলির বিভিন্ন জায়গায় দীপিকার ছ'টি ছেদ রয়েছে। এগুলোর মাধ্যমের শরীরের ভিতর ক্যামেরা ও যন্ত্রপাতি প্রবেশ করানো হয়েছিল।'
আরও পড়ুন ১৪ ঘণ্টার অস্ত্রোপচারের পর এখনও হাসপাতালে দীপিকা, মাকে ছাড়া কী ভাবে দিন কাটছে একরত্তির?
রোবোটিক সার্জারি ইচ্চে হলেই করা সম্ভব নয় সেই বিষয়টিও স্পষ্ট করেছেন দীপিকা। রোগীর পরিস্থিতির উপর বিষয়টি নির্ভর করে। চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলছেন, ঝুঁকি সামলে সফল অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা তাঁকে সুস্থ করে তুলেছেন। নিজের কথা বলাকর পাশাপাশি শেফালি জারিওয়ালর অকাল প্রয়াণ নিয়েও শোকপ্রকাশ করেছেন দীপিকা।
আরও পড়ুন স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন দীপিকা, একটানা ১১ দিন হাসপাতালে থাকার পর অবশেষে...
কাঁটা লাগা গার্লের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শোয়েবও। টেলি অভিনেত্রী অত্যন্ত দুঃখের সঙ্গে বলেছেন, 'এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। ওঁর মৃত্যুর খবরে আমি চমকে গিয়েছি। ব্যক্তিগতভাবে কখনও আমাদের দেখা হয়নি। তবে ওঁর কাজ দেখেছি। জীবনে কার কতটুকু আয়ু সবটাই ভগবানের হাতে। প্রতিটা মুহূর্ত হাসি খুশি-আনন্দের সঙ্গে কাটুক। আজকাল এই পৃথিবীতে অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমি শুধু ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতে চাই। সুখে থাকুন।'