/indian-express-bangla/media/media_files/2025/05/17/gg1RzBLJTRaMpoXnI7Vs.jpg)
কঠিন পরিস্থিতিতে দীপিকাকে পরমার্শ ননদ সাবার
Dipika Kakar Health: হিন্দি মেগার অন্যতম জনপ্রিয় জুটি শোয়েব ইব্রাহিম ও দীপিকা কাকড়। শ্বশুরাল সিমর কা ধারাবাহিকের মাধ্যমেই দর্শকের দরবারে পরিচিত মুখ হয়ে ওঠেন দীপিকা। এছাড়াও শোয়েব-দীপিকার ভ্লগও সুপারহিট। সেই ভ্লগেই দীপিকার অসুস্থার খবর শেয়ার করেছেন শোয়েব। যা শুনে চিন্তিত সতীর্থ থেকে ভক্তরা। লিভারে দানা বেঁধেছে টেনিস বলের মতো বিশালাকার টিউমার। খুব শীঘ্রই হবে অস্ত্রোপচার। হাসপাতালে ভর্তি হতে হবে দীপিকাকে। সেই সময় শোয়েব-দীপিকার ছোট্ট সন্তানের জন্য চিন্তায় এখুনি রাতের ঘুম উড়েছে সেলেব পেরেন্টেসের। অন্যদিকে আগামী সপ্তাহে মা হতে চলেছেন দীপিকার ননদ। কিন্তু, এই মুহূর্তে বউদির জন্য বেশি চিন্তিত সাবা ইব্রাহিম। তিনি যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে সন্তানের কাছে ফিরে আসতে পারেন সেই প্রার্থনাই করছেন।
স্বামী খালিদ নিয়াজের সঙ্গে ১২ মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানেই দুজনে বউদির দ্রুত আরোগ্য কামনা করেছেন। সেই সঙ্গে আরও একটি বিষয় উল্লেখ করেছেন, এই সময় আল্লাহর উপর যেন ভরসা রাখেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করে সাবার পরামর্শ, যতই কান্নাকাটি করুক, চিন্তা করুক কিছু হবে না। মাতৃত্বকালীন অবস্থাতে তিনিও যেমন সব সমস্যার সমাধানের জন্য আল্লাহর উপর ভরসা রেখেছেন দীপিকাকেও সেই পথ অনুসরণ করে চলার পরামর্শ দিয়েছেন সাবা ইব্রাহিম। বউদির সঙ্গে এখনও তাঁর দেখা হয়নি। তবে মায়ের থেকে সবটা শুনেছেন। চিকিৎসকরা সিটি স্ক্যান করার কথা বলেছেন, সেটা শুনে চিন্তিত হয়ে পড়েছিলেন সাবা।
দীপিকার প্রশংসা করে বলেন, তিনি একজন সাহসী মহিলা। কোনওদিন নিজের সমস্যার কথা ফলাও করে বলেন না। হাসি মুখে ছেলের সঙ্গে খেলা করেন। দু'বছরের ছোট সন্তানকে নিয়ে ভীষণ চিন্তিত দীপিকার ননদ। শোয়েব নিজের vlog-এ দীপিকার শাররিক অবস্থার কথা উল্লেখ করে বলেছেন, 'দীপিকার শরীর ভাল নেই। পাকস্থলিতে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। আমি তখন চণ্ডীগড়ে ছিলাম। সেই সময় একদিন ওঁর প্রচণ্ড ব্যথা শুরু হয়। ভেবেছিল অ্যাসিডিটি হয়েছে। কিন্তু, যখন ব্যথা কমেনি তখন আমাদের পারিবারিক চিকিৎসকের সঙ্গে দেখা করে। যিনি আমার বাবারও চিকিৎসা করেছিলেন। অ্যান্টিবায়োটিকের সঙ্গে কিছু রক্তপরীক্ষা করতে দিয়েছিলেন। ৫ মে পর্যন্ত অ্যান্টিবায়োটিক খেয়েছে। বাবার জন্মদিনের পর থেকে ফের ব্যথা শুরু হয়। রক্তপরীক্ষায় দেখা যায় শরীরে ইনফেকশন রয়েছে।'
আরও বলেন, 'চিকিৎসক আমাদেরকে দেখা করতে বলেছিলেন। তখন উনি সিটি স্ক্যান করার পরামর্শ দেন। সেই রিপোর্টে লিভারে টিউমার ধরা পরে। টেনিস বলের মতো সাইজের টিউমার। এটা আমাদের দুজনের কাছেই মারাত্মক একটা মুহূর্ত ছিল।' আরও কিছু টেস্টের জন্য দীপিকাকে হাসপাতালে ভর্তি হতে হবে। তারপর টিউমারের পরিস্থিতি বুঝে অস্ত্রোপচারের জন্য চিকিৎসক আমাদের দিনক্ষণ জানাবেন। চলতি সপ্তাহের শেষ আরও বেশ কিছু রিপোর্ট আসবে। লিভার থেকে টিউমার সম্পূর্ণ নির্মূল করার জন্যই অস্ত্রোপচার করতে হবে।' ভিডিওবার্তায় সকলকে দীপিকার জন্য প্রার্থনা করার আর্জি করেছেন। যদি কেউ তাঁদের ঘৃণাও করেন তাঁরাও যেন এই কঠিন সময় তাঁদের পাশে থাকেন সেই অনুরোধই করেছেন শোয়েব।
আরও পড়ুন 'ও ভাল নেই', টেনিস বলের মতো বিশালাকার...! কঠিন সময়ে পাশে থাকার আর্জি অভিনেত্রীর স্বামীর