মঙ্গলবার সকালেই হাসপাতালে ভর্তি করানো হয় অনীক দত্তকে। ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে পরিচালকের। পরীক্ষা করানোর পর ধরা পড়েছে সিওপিডি। এরপর ৪৮ ঘণ্টা পার হয়ে গিয়েছে। তবে শ্বাসকষ্ট এখনও রয়েছেন অনীকের। তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে কী বলছেন চিকিৎসকরা?
হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার রাতে যে অস্থিরতা বেড়েছিল, বুধবার সকাল থেকে তা অনেকটাই কম। অক্সিজেন সাপোর্টে থাকার ফলেই খানিক কমেছে। তবে শ্বাসকষ্ট এখনও রয়েছে কিছুটা। অল্পমাত্রায় অক্সিজেন দেওয়া হচ্ছে বর্তমানে।
অস্থিরতা কমলেই অনীক দত্তর সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাম করা হবে। ফুসফুসে ঠিক কতটা সংক্রমণ হয়েছে, তা জানতেই এই টেস্ট করানো হবে। যার ওপর নির্ভর করবে আগামী চিকিৎসার ধাপ। পরীক্ষার ফল আসলে তা দেখে সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা।
<আরও পড়ুন: সৃজিত-চঞ্চলের পিঠ চাপড়ে দিলেন অমিতাভ, ‘হিংসেয়’ ফুট কাটলেন শ্রীজাত!>
প্রসঙ্গত, দিন কয়েক ধরেই অনীক দত্তর শরীর ভাল যাচ্ছিল না। 'সিনেমার সমাবর্তন' অনুষ্ঠানে গিয়েও শারীরিক অস্থিরতা লক্ষ্য করেন। তবে মঙ্গলবার সকালে পরিস্থিতি একপ্রকার বাড়িবাড়ি পর্যায়েই পৌঁছয়। তাই তড়িঘড়ি পরিচালককে নিয়ে হাসপাতালে ছোটেন স্ত্রী সন্ধি দত্ত। তিনিই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে, দিন কয়েক আগেই অনীক রুটিন চেকআপের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলেন।
উল্লেখ্য, 'অপরাজিত' ছবির মাধ্যমে অতিমারী উত্তরপর্বে টলিপাড়ার বক্সঅফিস চাঙ্গা করেছেন অনীক দত্ত। সামনে রয়েছে আরও নতুন ছবির কাজ। এখন তাঁর আরোগ্য কামনায় রত গোটা টলিউড।