scorecardresearch

‘বাংলায় মশালা ফিল্ম ফেরানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ..’, ‘চেঙ্গিজ’ জিতের পিঠ চাপড়ালেন সৃজিত

জিতের উদ্দেশে কী বললেন সৃজিত?

Jeet, Jeet's film, Chengiz, Srijit Mukherji, Srijit Mukherji Jeet Chengiz, Chengiz box office collection, tollywood film, Salman khan, জিৎ, চেঙ্গিজ, সৃজিত মুখোপাধ্যায়, চেঙ্গিজ বক্সঅফিস কালেকশন, টলিউডের খবর, সলমন খান
সৃজিত মুখোপাধ্যায়, জিৎ

টলিউড সুপারস্টার জিৎ মদনানিকে বড়সড় নম্বর দিলেন সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি ইদেই মুক্তি পেয়েছে ‘চেঙ্গিজ’। যে ছবি নিয়ে জিৎ-অনুরাগীদের শোরগোলের অন্ত নেই। নিত্যদিন সমাজমাধ্যমের পাতায় বক্সঅফিস রিপোর্ট শেয়ার করে উল্লাস প্রকাশ করছেন তাঁরা। তবে সিনেমার চিত্রনাট্য নিয়ে খানিক কাটাছেঁড়া চললেও ভাল ব্যবসার জন্য সিনেবিশেষজ্ঞরা জিতের প্রশংসার পঞ্চমুখ। এবার ‘চেঙ্গিজ’ জিতের পিঠ চাপড়ে দিলেন সৃজিত মুখোপাধ্যায়।

উল্লেখ্য, এই প্রথমবার বাংলা কোনও সিনেমা একই দিনে হিন্দি ভাষায় গোটা ভারতে মুক্তি পেয়েছে। নীরজ পাণ্ডের হল্প অবলম্বনেই প্রথমবার বলিউডে পা রাখলেন জিৎ। বলিপাড়ার কোনও ডাকসাইটে প্রযোজনা সংস্থার ব্যানারে নয়, বরং একাই করে দেখালেন এই কেরামতি। সূত্রের খবর, মাত্র ৩ দিনে ১ কোটি টাকার ব্যবসার পর ৫ দিনে ৩ কোটি ব্যবসার দিকে এগোচ্ছে ‘চেঙ্গিজ’। উপরন্তু ওই একই দিনে সলমন খানের বিগ বাজেট সিনেমা কিসি কা ভাই কিসি কি জান মুক্তি পেয়েছে। ফলে বক্সঅফিসে যে বাংলা-হিন্দু দুই বলয়েই কড়া প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে, তা বলাই বাহুল্য। তবে টলিউডের নীরিখে আয় মন্দ নয়। এবার জিতের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করলেন সৃজিত মুখোপাধ্যায়।

প্রসঙ্গত, টলিউডে স্বয়ংশম্ভুর মতো একাই কাজ করে চলেছেন জিৎ। কোনওরকম রাজনীতি কিংবা সমালোচনায় নেই। খুব একটা লাইম লাইটে থাকাও তাঁর না-পসন্দ। দর্শকদের বিনোদনের জন্য মশালা ফিল্ম উপহার দিয়ে চলেছেন নিজস্ব স্টাইলে। এবার সেই প্রেক্ষিতেই সৃজিত বললেন, “সিনেমা সম্পর্কে নিজের দৃঢ় প্রত্যয় বজায় রাখতে কিংবা জাতীয় স্তরে বড় স্বপ্ন দেখতে হলে, অনেক কিছুর প্রয়োজন হয়। বাংলায় মশালা ফিল্মের পুনঃপ্রতিষ্ঠানের ক্ষেত্রে চেঙ্গিজ খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাহসী পদক্ষেপ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য জিৎকে কুর্নিশ।”

[আরও পড়ুন: কোয়েল-স্বস্তিকা নন, জিৎ-এর সঙ্গে মানায় একজনকেই! উত্তর শুনে হতবাক অভিনেতা খোদ]

সৃজিতের এমন প্রশংসা নজর এড়ায়নি জিতের। পাল্টা টুইটে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালককে ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Director srijit mukherji praises jeet for chengiz