Disha Patani Father News : বিভিন্ন সময় তারকাদের আর্থিক প্রতারণার খবর উঠে আসে পেজ ৩-এর খবরে। এবার লাখ লাখ টাকার প্রতারণার শিকার বলি ডিভা দিশা পাটানির বাবা জগদীশ সিং পাটানি। পেশায় তিনি ছিলেন একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট। পাঁচজনের একটি গ্রুপের দ্বারা অবসরপ্রাপ্ত SP জগদীশ সিং প্রতারিত হয়েছেন। প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রায় ২৫ লাখ টাকা খুঁইয়েছেন দিশার বাবা। ওই পাঁচ প্রতারকের দল জগদীশকে আশ্বাস দিয়েছিলেন তাঁকে পুলিশের উচ্চ পদে নিয়োগ করবে। লোভের বশবর্তী হয়ে সেই ফাঁদে পা দিয়েছিলেন দিশার বাবা জগদীশ। তারপরই বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। শুক্রবার এমনটাই জানিয়েছে পুলিশ।
পাঁচ ব্যক্তির বিরুদ্ধে উত্তরপ্রদেশের বরেলি কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করেন দিশা পাটানির বাবা। সংবাদমাধ্যম সূত্রে খবর, শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গর্গ, আচার্য জয়প্রকাস, প্রীতি গর্গ সহ আরও একজন রয়েছ ওই তালিকায়। প্রতারণা, অপারাধমূলক কাজকর্ম এবং তোলাবাজির মতো অপরাধের ভিত্তিকে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, জগদীশ পাটানি উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা। পাঁচ ব্যক্তি দিশার বাবার বিশ্বাস অর্জনের পরই ২৫ লাখ টাকা নিয়ে নেয়।
সংবাদসংস্থা PTI-এর রিপোর্ট মোতাবেক, পাঁচ লাখ টাকা নগদ আর ২০ লাখ টাকা ব্যাঙ্ক ট্রান্সফার করেছিলেন জগদীশ। কিন্তু, তিন মাস পরও যখন জগদীশ সিং পাটানি উচ্চপদে চাকরি পাননি তখন পাঁচ প্রতারকের দল তাঁকে টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। শুধু তাই নয়, সুদ সমেত ফেরৎ দেবে বলা হয়। প্রতারকদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে এই বিষয়গুলো উল্লেখ করেছেন দিশা পাটানির বাবা জগদীশ সিং পাটানি। পুলিশের তরফে জানা যাচ্ছে, টাকা ফেরৎ চাইলে উল্টে প্রতারকরা দিশার বাবাকে হুমকি দেয়।
জগদীশ সিং পাটানি দাবি করেন, হিমাংশু নামে এক ব্যক্তিকে স্পেশ্যাল ডিউটি অফিসার বলে তাঁর সঙ্গে পরিচয় করানো হয়। ওই ব্যক্তির রাজনৈতিক স্তরেও ভাল যোগাযোগ বলে তাঁকে আশ্বাস দেওয়া হয়। ভাবা যায়, প্রাক্তন পুলিশকর্মীকেই টাকার টোপ দিয়ে বোকা বানাল প্রতারকরা! যাঁর মেয়ে বলিউডের নামজাদা অভিনেত্রীও বটে!
আরও পড়ুন: মদ-মাংস-হিংসার প্রচার নয়, শোয়ের আগেই আইনি গেরোয় দিলজিৎ