Advertisment
Presenting Partner
Desktop GIF

Diljit Dosanjh concert : মদ-মাংস-হিংসার প্রচার নয়, শোয়ের আগেই আইনি গেরোয় দিলজিৎ

Diljit Dosanjh legal Notice : শুক্রবার সন্ধ্যা সাতটায় হায়দরাবাদে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট। তার আগে তেলেঙ্গনা সরকারের তরফে মিলল আইনি নোটিশ। গানের মধ্যে যেন কোনও মদ-মাংস-হিংসার প্রচারের প্রবণতা না থাকে।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
শোয়ের আগেই আইনি গেড়োয় দিলজিৎ

শোয়ের আগেই আইনি গেড়োয় দিলজিৎ

Diljit Dosanjh Hyderabad concert : দিলজিৎ দোসাঞ্জ, পঞ্জাবি গায়ক হিসেবে তাঁর জুড়ি মেলা ভার। ডিসেম্বর পর্যন্ত মোট ১০টি শহরে প্রোগ্রাম রয়েছে দিলজিতের। দেশ ছাড়িয়ে বিদেশের শ্রোতাদেরও মন জয় করেছেন দিলজিৎ। আমেরিকা থেকে দুবাই, অস্ট্রেলিয়া সহ নানা দেশের কনসার্টে দিলজিৎ-র গানে মাতোয়ারা শ্রোতারা। দিল্লিতে ছিল প্রথম শো। এবার নিজের দেশে গান গাইতে গিয়ে আইনি গেড়োয় জড়ালেন পঞ্জাবি গায়ক। পারফর্ম করার আগেই হাতে পেলেন আইনি নোটিশ। ১৫ নভেম্বর তেলেঙ্গনায় দিলজিতের শো। তার আগে তেলেঙ্গনা সরকারের তরফে তাঁকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর গানে যেন কোনওভাবেই মদ-মাংস-মাদক-হিংসা প্রচারের উস্কানিমূলক কিছু  না থাকে। 

Advertisment


কনসার্টের সময় প্রচণ্ড আওয়াজ, হাইভোলটেজের লাইটেও রয়েছে নিষেধাজ্ঞা। এই রকম পরিবেশ শিশুদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাঙ্গারেডির মহিলা ও শিশু, প্রতিবন্ধী এবং প্রবীণ নাগরিক কল্যাণ বিভাগের জেলা কল্যাণ আধিকারিক কর্তৃক এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রসঙ্গত,  Dil-Luminati Tour-এ রয়েছেন দিলজিৎ। 


সেই ট্যুরেরই একটি অংশ হায়দরাবাদের কনসার্ট। কিন্তু, তার আগেই বেশ কিছু নিষেধাজ্ঞার মুখোমুখি হলেন পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ। কনসার্ট চলার সময় উপস্থিত দর্শককে বিনোদন দিতে কোনও শিশুকে মঞ্চে নিয়ে যাওয়ারও অনুমতি দেওয়া হল না দিলজিৎকে। গায়কের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়ার পিছনে রয়েছে বিশেষ কারণ।

গত মাসে নিউ দিল্লিতে কনসার্ট চলাকালীন এমন কিছু গান তিনি গেয়েছিলেন যা মদ, মাদক, হিংসা প্রচারে উস্কানি দেয়। জহরলাল নেহেরু স্টেডিয়ামের সেই ভিডিও প্রমাণ হিসেবে আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে। এর মাঝেই দিলজিতের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

 
যেখানে দেখা যাচ্ছে গায়ক ইতিমধ্যেই হায়দরাবাদ পৌঁছে গিয়েছেন। সেখানের ঐতিহাতিসক স্থান দর্শন করছেন। গুরুদ্বারে তাঁকে প্রার্থনা করতেও দেখা যায়। প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা ৭টার সময় হায়দরাবাদে জিএমআর এরিনাতে দিলজিৎ দোসাঞ্ঝের পরবর্তী শো। এটাই দেখার, হায়দরাবাদের এই শোয়ে শেষ মুহূর্তে কী কী রদবদল হল। 

আরও পড়ুন: 'এত নেশা হয়েছিল যে রাতে...', সঞ্জয়ের সঙ্গে প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ মাহিপের

Diljit Dosanjh
Advertisment