scorecardresearch

ক্রপ টপ পরে বারাণসীর ঘাটে গঙ্গা আরতি! দিশা পাটানির দিকে ধেয়ে এল ‘উটকো’ মন্তব্য

ভাইরাল দিশা পাটানির গঙ্গা আরতির ছবি-ভিডিও। দেখুন।

Disha Patani, Disha Patani Varanasi, Disha Patani ganga aarti, Disha Patani trolled, দিশা পাটানি, বলিউডের খবর
দিশা পাটানি

পূণ্যস্থান বারাণসীর ঘাটে এ কেমন পোশাকে দিশা পাটানি! ছবি-ভিডিও দেখে নেটপাড়ার প্রায় ভ্রু কোঁচকানোর জোগাড়। অতঃপর বলিউড অভিনেত্রীর খোলামেলা পোশাক নিয়ে চর্চার অন্ত নেই। খোঁটাও শুনতে হল তাঁকে।

সম্প্রতি বারাণসীতে যান দিশা পাটানি। আর সেখানে গিয়ে আর পাঁচজনের মতো গঙ্গা আরতিতে অংশ নেন তিনি। পরনে ক্রপ টপ, জিন্স আর গায়ে মোড়ানো শাল। মুখে মাস্ক। হাতে পুজোর থালা ধরে গঙ্গা আরতি করছেন অভিনেত্রী। আর দিশার এমন পোশাক দেখেই রে- রে করে উঠল নেটপাড়া।

প্রসঙ্গত, দিশা পাটানির ফ্যাশন সেন্সের প্রশংসা অনেকেই করেন। বলিপাড়াতেও তাঁর স্টাইল স্টেটমেন্ট নিয়ে কম চর্চা হয় না। নবীন প্রজন্মের কাছে যে তিনি রীতিমতো হট-ফেবারিট, তা তাঁর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উন্মাদনা দেখলেই বোঝা যায়। তবে তীর্থক্ষেত্রে পুজো দিতে গিয়ে এহেন পোশাক, যা দেখে ধার্মিকদের চক্ষু একেবারে চড়কগাছ হওয়ার জোগাড়।

[আরও পড়ুন: আরাধ্যার বচ্চনের স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর! খুদে বয়সেই হাইকোর্টে মামলা অমিতাভের নাতনির]

দিশা পাটানির গঙ্গাআরতির পোশাক দেখে নেটপাড়ায় হুলুস্থূল! কেউ ‘কভি খুশি কভি গম’-এর সংলাপ ধার করে বললেন, এই তো আমাদের পু-কে পোশাক পরে কী সুন্দর লাগছে। কেউ বা আবার তার ভুল শুধরে বললেন, উনি তো ক্রপ টপ পরে আছেন! কারও মন্তব্য, পুজোর জায়গায় যাওয়ার আগে নহবৎ-সহবৎ শেখা দরকার।

এছাড়াও বারাণসী থেকে অভিনেত্রীর আরও বেশ কয়েকটি ছবি-ভিডিও ভাইরাল হয়েছে ওই একই ধরণের খোলামেলা পোশাকে। যদিও অনেকেই বলছেন, ওই ছবি মন্দির চত্বরে তোলা নয়। বারাণসীতে ঘোরার সময়কার। উল্লেখ্য, শেষবার দিশা পাটানিকে দেখা গিয়েছিল মোহিত সুরি পরিচালিত ‘এক থা ভিলেন রিটার্নস’-এ। যে ছবিতে অর্জুন কাপুর, জন আব্রাহাম, তারা সুতারিয়া অভিনয় করেছিলেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Disha patani performs ganga aarti in varanasi netizen trolled for her dress