Advertisment

গান গেয়ে ট্রোলড ‘রাণী রাসমণি’, মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায়

এ যেন শাঁখের করাতের অবস্থা। ফের একবার সরগরম নেটপাড়া। আর টার্গেটে সেই দিতিপ্রিয়া রায়। পাণিহাটি উৎসব ও বইমেলার সাংস্কৃতিক মঞ্চে দিতিপ্রিয়ার কলঙ্কিনী রাধা গাওয়া নিয়ে বিপত্তির শুরু।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সোশাল মিডিয়ায় যেন ট্রোলড তারকা হয়ে গিয়েছেন দিতিপ্রিয়া

সোশাল মিডিয়ায় যেন ট্রোলড তারকা হয়ে গিয়েছেন দিতিপ্রিয়া। ধারাবাহিকের সংলাপ নিয়ে কখনও বিদ্রুপের শিকার হন তিনি, আবার দক্ষিণেশ্বরে 'রাণী রাসমণি' ধারাবাহিক চললেও ক্ষোভ ধেয়ে আসে তারই দিকেই। এ যেন শাঁখের করাতের অবস্থা। ফের একবার সরগরম নেটপাড়া। আর টার্গেটে সেই দিতিপ্রিয়া রায়। পাণিহাটি উৎসব ও বইমেলার সাংস্কৃতিক মঞ্চে দিতিপ্রিয়ার কলঙ্কিনী রাধা গাওয়া নিয়ে বিপত্তির শুরু। ততক্ষণে সোশাল ময়দানে নেমে পড়েছেন বাদী-বিবাদী পক্ষের নীতি পুলিশেরা।

Advertisment

কেউ কেউ তো দিতিপ্রিয়াকে বেসুরো, গান গাইতে না পারলে সেটা কর্তৃপক্ষকে বলে নেওয়া দরকার এসবনও বলছেন। তবে পাশেও দাঁড়িয়েছেন অনেকে। গায়িকা ইমন চক্রবর্তী প্রতিবাদ করেছেন এই ট্রোলকে বর্বরোচিত আক্রমন বলে। সেখানেও জনতা রেহাই দেননি দিতিপ্রিয়াকে। অনেকের বক্তব্য, পারিশ্রমিক নিয়ে ওখানে গিয়েছেন তিনি সুতরাং বিনোদনের নামে এই মানসিক অত্যাচারের কোনও মানে হয়না।

publive-image সোশাল মিডিয়ায় জবাব দিয়েছেন পর্দার রাসমনি। ফোটো-দিতিপ্রিয়ার ফেসবুক সৌজন্যে

publive-image দর্শকদের ট্রোলের পাশাপাশি সমর্থনও পেয়েছে দিতিপ্রিয়া। ফোটো-দিতিপ্রিয়ার ফেসবুক সৌজন্যে

আরও পড়ুন, প্রহর গোনা শেষ, রিজেন্সিতে অনির্বাণের ‘প্রেমিকের অপেক্ষা’য় মশগুল শ্রোতারা

'তুমি এয়েচো', 'তুমি খেয়েচো'র ট্রোল নিয়ে জবাব না দিলেও এই ট্রোলের প্রতিক্রিয়া দিয়েছেন দিতিপ্রিয়া। সোশাল মিডিয়াতেই  দিতিপ্রিয়া বলেছে, এভাবে ট্রোল হতে থাকলে তিনি একদিন জনপ্রিয় হয়ে যাবেন। তার কথায়, যারা তাকে পছন্দ করেননা এসমস্ত কাজ সেই মানুষগুলোই করছেন। প্রসঙ্গত, যে গানটি দিতিপ্রিয়া গাইছিলেন সেটার সুর,তাল কোনওটাই ঠিক ছিল না। সেই ভিডিও দেখার পর থেকেই ট্রোল শুরু করেন নেটিজেনরা।

tollywood
Advertisment