ছোট পর্দা থেকে বড় পর্দা, তারকাদের ভিন্ন স্বাদের চরিত্রে দেখা যায়। এক এক সময় তো রূপটান শিল্পীদের হাতের জাদুতে প্রকৃত অভিনেতাকেই চেনা দায় হয়ে যায়। সম্প্রতি বাংলা মেগায় এমনই এক চরিত্র দেখা যাচ্ছে। হাতে খড়্গ, রুদ্রমূর্তি! মা কালীর বেশে অভিনেতাকে চেনাই যাচ্ছে না। হ্যাঁ, ঠিকই পড়ছেন। অভিনেতাই, অভিনেত্রী নয়। চিনতে পারছেন বাংলা মেগার এই জনপ্রিয় অভিনেতাকে?
2/6
বাংলা সিরিয়ালে প্রথমবার
চরিত্রের প্রয়োজনে অনেক সময়ই পুরুষরা মহিলার রূপ ধারণ করে আবার মহিলারা পুরুষ সাজেন। কিন্তু, বাংলা সিরিয়ালে প্রথমবার কোনও অভিনেতাকে মা কালী হিসেবে দেখা যাচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে সে কথা অবশ্য মেনে নিয়েছেন অভিনেতা। এবার জেনে নেওয়া যাক তিনি কে?
3/6
দেবী রূপে সূর্য!
মা কালী রূপে এই অভিনেতা নান আদার দ্যান বাংলা মেগার হ্যান্ডসাম হ্যাঙ্ক দিব্যজ্যোতি দত্ত। এই মুহূর্তে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করছেন। টিআরপি-তে প্রথম ১০-এ জায়গা না পেলেও মেগার দর্শক সূর্য-দীপার মেয়ে সোনা-রুপার জীবনে কী ঘটতে চলেছে তা জানতে চোখ রাখে টেলিভিশনের পর্দায়।
Advertisment
4/6
কতক্ষণের পরিশ্রমের ফল?
অভিনেতা বলেন, 'মেক আপটা করতে তিন ঘণ্টার বেশি সময় লাগার কথা। কিন্তু, দীপঙ্করদা দুঘণ্টার মধ্যেই করে দিয়েছেন। আমার সিনেমার কাজ শুরু হবে। তাই এখন অনেকটা ব্যাঙ্কিংও করে রাখতে হচ্ছে। সময়টা কম।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দিব্যজ্যোতি বলেন, 'মা কালী রূপে নিজেকে দেখে মনের ভিতর একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। যিনি দেবী রূপে পূজিত হন সেই সাজে আমি। চড়া মেক আপ, ভারি জুয়েলারি, লম্বা চুল সবটা মিলিয়ে নিজেকে দেখে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না। আমার মা-ও কিন্তু, প্রথমে চিনতে পারেনি। পরে চোখটা দেখে বুঝেছে এটা আমি। কেরিয়ারে এটা একটা নতুন অভিজ্ঞতা। গরমে কষ্ট হয়েছে। ভাল কাজ করতে গেলে একটু কষ্ট তো করতেই হয়।'
6/6
দিব্যজ্যোতি পুষ্পার আল্লু অর্জুন?
পুষ্পার সঙ্গে তুলনা করতে একেবারেই রাজি নন। দিব্যজ্যোতি নিজেই তেলুগু ছবির বিরাট ভক্ত। তিনবার হলে গিয়ে পুষ্পা ২ দেখেছেন। বাংলা সিরিয়ালে তাঁর কালী রূপ কোনওভাবেই আল্লু অর্জুনের লুকের সঙ্গে তুলনা করা উচিত নয় বলেই মনে করেন দিব্যজ্যোতি।