Bengali Actress Old Pic: বাংলা সিরিয়াল থেকে সিনেমা, অভিনয় দক্ষতায় দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছেন। নয়ের দশকের জনপ্রিয় ধারাবাহিক এক আকাশের নীচে তাঁর অভিনয় আজও ভোলেনি দর্শক। এছাড়াও একগুচ্ছ বাংলা সিরিয়ালে কেন্দ্রীয় বা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। টেলিভিশনের গণ্ডি পেরিয়ে এখন বাংলা সিনেমার পরিচালকের পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছেন। আজকের নায়িকাদের মতো কড়া ডায়েট বা স্লিম অ্যান্ড ট্রিমে একেবারেই বিশ্বাসী নন। নিজের শর্তে বাঁচতেই পছন্দ করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি ১৯৯৬ সালের একটি ছবি শেয়ার করেছেন। যা দেখে বুঝতেই পারবেন না ইনি আজকের সফল অভিনেত্রী অপরাজিতা আঢ্য। শুনে চমকে গেলেন তো? কিন্তু, এটাই সত্যি।
১৯৯৬ থেকে ২০২৫, দীর্ঘ ২৯ বছরের ব্যবধানে চেহারার কতটা পরিবর্তন হয়েছে এই ছবিতেই তা একদম স্পষ্ট। ফেসবুকে সেকাল আর একাল দুটি ছবি শেয়ার করেছেন। একটি ১৯৯৬ সালের অপরটি ২০২৫-এর। হোয়াটসঅ্যাপের ডিপিও বদলে ফেলেছেন সকলের প্রিয় অপা দি। পুরনো দিনের ছবি শেয়ার করতেই ভক্তজের ভালবাসায় ভাসছেন অপরাজিতা আঢ্য। ফেসবুকে তো লাইক-কমেন্টের বন্যা। প্রত্যেকেই তাঁর সারল্য-সৌন্দর্যের তারিফ করেছেন। সময়ের সঙ্গে শুধু সাধারণ মানুষই নয়, চেহারা আমূল বদলে যায় রূপোলি দুনিয়ার মানুষগুলোরও।
অপরাজিতা শুধু একজন প্রতিভাবান অভিনেত্রীই নন, পেশাদার নৃত্যশিল্পীও। নাচের স্কুলও চালান অভিনেত্রী। জেন ওয়াইয়ের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে পারদর্শী অপরাজিতা আঢ্য। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। দৈনন্দিন জীবনের সুখের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন। নিত্য-নতুন রিলও পোস্ট করেন অপরাজিতা। সাবেক সাজেও যেমন অপরূপা তেমনই আবার পশ্চিমী পোশাকেও 'কুল'। নেটিজেনদের একাংশ অবশ্য কটূক্তি করার জন্য সুযোগের অপেক্ষায় যেন অধীর আগ্রহে বসে থাকেন।
তবে সেসব মোটেই পাত্তা দেন না অপরাজিতা। বরং ট্রোলকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনকে উপভোগ করেন। ঘরে-বাইরে একসঙ্গে সামলান অপরাজিতা। ফ্যাশনেবল পোশাকে যেন ক্যামেরার সামনে রিল বানাতে ওস্তাদ তেমনই গৃহকর্মেও নিপুণা। যখনই সংবাদমাধ্যমের মুখোমুখি হন অপরাজিতা আঢ্য তখনই বলেন তিনি 'ফুল অন মস্তি'-তে বিশ্বাসী। তাঁর প্রাণখোলা হাসি যেন বারবার ভক্তদের মনে নতুন করে ভাললাগার জন্ম দেয়।