Muslim Actress reciting Hanuman Chalisa: ধর্ম নিয়ে অনেক সময়ই মতোবিরোধের নানা খবর উঠে আসে সংবাদের শিরোনামে। হিন্দু-মুসলিম বিভেদ নিয়েও তৈরি হয় নানা বিতর্ক। কিন্তু, সব কিছুর ঊর্ধে যখন কোনও ইসলাম ধর্মাবোলম্বী একজন মানুষ বলেন, শান্তি খুঁজতে হনুমান চালিশা পাঠ করেন সেটি নিঃসন্দেহে বিচ্ছিন্ন একটি ঘটনা। টিনসেল টাউনের অন্দরে রয়েছে সেই রকমই একজন। তিনি বলি অভিনেত্রী নার্গিস ফাকরি। নিউইয়র্কে জন্ম হলেও হিন্দু সংস্কৃতির প্রতি রয়েছে অগাধ ভাল ভালবাসা। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'যখন আমার মন খারাপ থাকে তখন আমি হনুমান চালিশা শুনি। কেউ যখন জানতে চায় আমি এটা কী ধরনের মিউজিক শুনছি তখন বলি এটা মন্ত্র। যা আমাকে মানসিক শান্তি দেয়।'
আরও পড়ুন 'কোনও খাবার খাই না শুধু...', ফিট অ্যান্ড ফাইন থাকতে বলি ডিভা নার্গিস যা করেন শুনলে তাজ্জব বনে যাবেন
নার্গিস ফাকরি সেই সাক্ষাৎকারে আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, 'আমি ধর্ম নিয়ে চর্চা করি না। তবে আমি একজন আধ্যাত্মিক মানুষ। সব ধর্মের প্রতি আমার ভালবাসা আছে। প্রতিটি ধর্ম নিয়ে জানতে আগ্রহী। আমার বাড়িতে তো গায়েত্রী মন্ত্রও চালানো হয়।' Hauterrfly-কে দেওয়া এক সাক্ষাৎকারে গ্ল্যামারাস লুকের সিক্রেট শেয়ার করলেন নার্গিস। বছরে তিনি দু'বার উপোস করেন। একটানা ৯ দিন শুধু জলপান করা ছাড়া আর কিছু করেন না।
রকস্টার খ্যাত অভিনেত্রী বলেছেন, 'আমি বছরে দু'বার উপোস করি। কোনও খাবার খাই না। ন'দিন আমি শুধু জল পান করি। এটা ভীষণ কঠিন। তবে কেউ যদি একবার এই চ্যালেঞ্জটা সাহস করে গ্রহণ করে তাহলে ফারাকটা নিজেই বুঝতে পারবে। ত্বক থাকবে একেবারে টানটান। চিবুক দেখাই যাবে না। মুখ হবে উজ্জ্বল। তবে এটা আমি কাউকে জোর করে করতে কখনই পরামর্শ দেব না।' চেহারার গ্লো ধরে রাখতে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন সেই কথাও উল্লেখ করেন নার্গিস ফাকরি।
২০১১ -এ রকস্টারের মতো হিট ছবি দিয়ে বিটাউনে আত্মপ্রকাশ করলেও সেই ধারা বজায় রাখতে পারেননি। ২০১৬-তে কমেডি ঘরানার ছবি হউসফুল ৩ বক্স অফিসে ভালই ব্যবসা করেছিল। দর্শকমহলে প্রশংসিত পঞ্চম ভাগও। নার্গিসের জন্ম নিউ ইয়র্কে। তাঁর বাবা মহম্মদ ফাকরি পাকিস্তানি আর মা খ্রীষ্টান। নার্গিস ফাকরি সেই সকল মুসলিম সেলেবদের মধ্যে অন্যতম যাঁরা হিন্দু সংস্কৃতি নিয়ে খোলামেলা কথা বলেন। সাম্প্রতিক অতীতে সারা আলি খান, নুসরত বারুচাও হিন্দু ধর্মের প্রতি ভালবাসা, বিশ্বাসের কথা অকপটে বলেছেন।
আরও পড়ুন শিশুশুল্পী হিসেবে যাত্রা শুরু, সলমন-ঐশ্বর্যের সঙ্গে অভিনয়ের পর এবার রণবীরে সঙ্গে রোম্যান্স, কে এই বছর ২০-এর সারা?