/indian-express-bangla/media/media_files/2025/07/07/cats-2025-07-07-16-18-11.jpg)
কে এই ২০ বছর বয়সী সারা?
Sara Arjun: সারা অর্জুন একজন ভারতীয় অভিনেত্রী। তামিল ও হিন্দি সিনেমার জগতে তাঁর অভিনয় বারবার মন ছুঁয়েছে দর্শকের। অভিনেতা রাজ অর্জুনের আদুরে কন্যা সারা অর্জুন। তারকা পরিবারে জন্ম, তাই অভিনয় যেন রক্তে। খুব অল্প সময়ে বেশ কিছু হিন্দি বাণিজ্যিক ফিল্ম ও শর্ট ফিল্মে কাজ করেছেন। মাত্র ছ'বছর বয়সে ২০১০-এ তামিল মুভি Deiva Thirumagal-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এই ছবিতে সারা অর্জুনের অভিনয় দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছিল। একাধিক ভারতীয় ছবিতে অভিনয় করেছেন সারা অর্জুন। একইসঙ্গে তামিল, তেলেগু, মালায়ালি ছবিতে অভিনয় করে চলেছেন। ২০০৫-এর ১৮ জুন মুম্বইয়ে জন্ম সারা অর্জুনের।
শিশুশিল্পী হিসেবে তাঁর কেরিয়ারে রয়েছে 'থ্যালাইভি', 'ডিয়ার কমরেড', 'সিক্রেট সুপারস্টার'-এর মতো একাধিক ছবি। সারার সফল কেরিয়ারের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অভিনেত্রীর মা। বিগত কয়েক বছরে ১০০ টির বেশি বিজ্ঞাপনে কাজ করে ফেলেছেন। অভিনয় দক্ষতায় সেরা শিশুশিল্পীদের তালিকায় উঠে এসেছে সারা অর্জুনের নাম। বয়স দু'বছরেরও কম, ঠিকঠাক কথা বলতে শেখেননি তখন থেকেই লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ার সঙ্গে ওতপ্রতোভাবে জড়িত। মাত্র ১৮ মাস বয়স থেকেই বিজ্ঞাপনে কাজ শুরু করেন। 'এলআইসি', 'ম্যাকডোনাল্ড', 'ম্যাগি', 'কাপড় কাচার সাবান', 'চকোলেট'-এর মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ ছিলেন।
আরও পড়ুন হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে রোম্যান্স ৪০-এর রণবীরের! 'ধুরন্ধর'-র প্রথম ঝলক মুক্তি পেতেই তরজা তুঙ্গে
অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ের দুনিয়াতেও সারা অর্জুনের জুড়ি মেলা ভার। ২১ মাস বয়স থেকেই মডেলিং শুরু করেছিলেন সারা। ইনস্টাগ্রামে সারা অর্জুনের ফ্যান ফলোয়ার্স ৫৯.৬ হাজার। ২০১১ সালে তামিল ডেবিউ Deiva Thirumagal-তে অভিনয়ের পর সারা অর্জুন রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। বিক্রমের সঙ্গে যখন সারা অভিনয় করেন তখন তাঁর বয়স মাত্র ৬ বছর। বক্স অফিসে দারুণ সারা ফেলেছিল ছবিটি। এরপর মনি রত্নমের পোন্নিয়িন সেলভনে ঐশ্বর্য রাই বচ্চনের ছোটবেলার চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন। এছাড়াও সারা অর্জুনের ঝুলিতে রয়েছে আরও অনেক হিট ছবি।
২০১৩-এ ইমরান হাসমির মৃত বোনের চরিত্রে এক থি ডায়েন-এ অভিনয় করেছিলেন। পরের বছর সলমান খান অভিনীত জয় হো-তে স্কুল ছাত্রীর ভূমিকায়য় অভিনয় করেছিলেন সারা অর্জুন। এরপর ২০২৯-এ এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা-তে সোনম কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। Indulge-এর রিপোর্ট মোতাবেক, ছবি পিছু সারা অর্জুনের আয় চার লাখ। সিনেমা থেকে বিশ্বব্যাপী আয় হয়েছে ৮০০ কোটি। ভারতে সর্বোচ্চ আয়প্রাপ্ত শিশুশিল্পীর মধ্যে সারা অন্যতম। ২০২৩ সালে অভিনেত্রীর আয়ের পরিমান ১০ কোটি।
আরও পড়ুন জন্মদিনের আগের রাতেই গায়েব, কী হল বলিউডের 'বাজিরাও' রণবীর সিংয়ের?