শহর তিলোত্তমার অভিজাত পরিবারের পুজোগুলোর মধ্যে মল্লিকবাড়ির পুজো নিঃসন্দেহে অন্যতম। স্বাভাবিকভাবেই ভবানীপুরের এই মল্লিক বাড়ির পুজোয় নজর থাকে সবার। কারণ, রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) তত্ত্বাবধানেই এই পুজো হয়ে থাকে। পাশাপাশি মেয়ে কোয়েল মল্লিকও (Koel Mallick) তারকাসুলভ আচরণ পরিত্যাগ করে একেবারে ঘরোয়া মেয়ের মতো কোমর বেঁধে পুজোর কাজে হাত লাগান। এক্কেবারে আর পাঁচজন সাধারণ মেয়ের মতোই দুর্গাপুজোর আয়োজনে মেতে ওঠেন অভিনেত্রী। তাই শৈশব থেকেই পুজোটা ভীষণ স্পেশ্যাল কোয়েল মল্লিকের কাছে।
পুজোর একমাস থেকেই মল্লিকবাড়িজুড়ে হই-হই। সাজো সাজো রব। পরিবারের সকলে মিলে আড্ডা, পুজোর আয়োজন করা থেকে শুরপ করে জমিয়ে খাওয়াদাওয়া। এবারও তাঁর অন্যথা হয়নি। ছেলে কবীরকে নিয়ে ব্যস্ত টলিউড-নায়িকা। উপরন্তু এবার পুজোয় কোয়েল অভিনীত ‘বনি’ মুক্তি পেয়েছে। যা সিনে-সমালোচকদের কাছে বেজায় প্রশংসা কুড়োচ্ছে। যাবতীয় ব্যস্ততার মাঝেই মহাষষ্ঠীতে একটি ভিডিও শেয়ার করে অনুরাগীদের পুজোর শুভেচ্ছা জানালেন কোয়েল মল্লিক।
[আরও পড়ুন: জন্মদিনে মারাত্মক ভুল করে বসলেন অমিতাভ! শুধরে দিলেন মেয়ে শ্বেতা]
পরনে লাল পেড়ে সাদা ঢাকাই জামদানি। কানো সোনার ঝুমকা। গলায় মালা। কপালে বড় লাল টিপ। ষষ্ঠীর দিন এহেন আটপৌড়ে সাজেই দেখা গেল অভিনেত্রীকে। কোয়েল বললেন, “পুজো মানেই আকাশে, বাতাসে হুল্লোড়, মজা আনন্দ। চারিদিকে আলো, সুন্দর প্যান্ডেল, আড্ডা, মজা, ভুড়িভোজ। আড্ডা বলতে মনে পড়ে গেল, আমাদের বাড়িতে যএহেতু পুজো হয়, দালানে বসে রাত জেগে আড্ডা। উপোস করে অঞ্জলি, সন্ধ্যারতি দেওয়া। আমার কাছে পুজোয় ঘুমনো মানেই সময় নষ্ট করা। যেটা আমি আগেও একাধিকবার বলেছি। ঘুম তো সারাবছর থাকবেই। কোনও না কোনও সময় হয়েই যাবে। কিন্তু এই চার-পাঁচদিন ঘুম মানে সময় নষ্ট। সবাই খুব আনন্দ করুন। মন-প্রাণ দিয়ে মা-কে ডাকুন। শারদীয়ার শুভেচ্ছা এবং ভালবাসা সকলকে।”
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন