Advertisment
Presenting Partner
Desktop GIF

সিঁদুরখেলা-দেবীবরণ, ভাসান ডান্সে জমজমাট ঋতুপর্ণার দশমী, দেখুন ভিডিও

সিঁদুরে মাখামাখি গোটা মুখ! নেচে মণ্ডপ মাতালেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Rituparna Sengupta, Rituparna Sengupta Dashami, Durga Puja 2022, Kolkata Puja, Kolkata Puja Dashami, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্তর দুর্গাপুজো, দশমী, তারকাদের দশমী, তারকাদের পুজো, Tollywood celeb Puja, Indian Express Entertainment News, Bengali News today

জমজমাট ঋতুপর্ণা সেনগুপ্তর দশমী

শশব্যস্ত শিডিউল। তবুও সপ্তমীর দিন পুজো প্যান্ডেলে গিয়ে প্রতিমা দর্শন করতে ভোলেননি ঋতুপর্ণা সেনগুপ্ত। দক্ষিণ কলকাতার একাধিক জনপ্রিয় মণ্ডপে গিয়ে পুজো পরিক্রমা সেরেছে। কখনও বা সুরুচি সংঘে অরূপ বিশ্বাসের ঢাকের তালে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে, তো কখনও বা আবার কোনও মণ্ডপে অনুরাগীদের সঙ্গে পুজোর হুল্লোড়-আনন্দও ভাগ করে নিতেও দেখা গিয়েছে। দশমীতেও তার অন্যথা হল না। সিঁদুর খেলায় মেতে, ঢাকের তালে জমিয়ে নাচও করলেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)।

Advertisment

মায়ের বিদায়বেলায় মন যতই ভারাক্রান্ত হোক, সেদিন থেকেই পরের বছর আগমনীর অপেক্ষায় দিন গোনা শুরু হয়। আসছে বছর আবার হবে… মন্ত্রে ঘাটে বিসর্জনের আবহে মেতে ওঠে আট থেকে আশি। আমজনতার পাশাপাশি সেলেবরাও বাদ যান না, ঋতুপর্ণাও রয়েছেন সেই তালিকায়। দশমীর সকালেই মণ্ডপে পৌঁছে দেবীবরণ করে সিঁদুরখেলায় মাতলেন নায়িকা। শুধু তাই নয়, ঢাকের তালে দশমীর ভাসান ডান্সেও মেতে ওঠার সুযোগ হাতছাড়া করলেন না।

<আরও পড়ুন: মহাষ্টমীতে তারকা সমাবেশ মুখোপাধ্যায় বাড়িতে, পরস্পরকে জড়িয়ে পুজো উদযাপন রানী-কাজলের, দেখুন>

সিঁদুরখেলা এবং নাচের সেই ভিডিও নিজেই শেয়ার করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। উল্লেখ্য, এবার কলকাতার পাশাপাশি মুম্বইতেও পুজো কাটিয়েছেন নায়িকা। যোগ দিয়েছিলেন মুখার্জি বাড়ির পুজোয়। অর্থাৎ রানি-কাজলদের পুজোতেও যান তিনি। বলিউডের দুই তারকাদের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়ার ছবিও পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে।

অতিমারী কাটিয়ে বছর দুয়েক বাদে স্বাভাবিক ছন্দে পুজো কাটাতে পেরে ততোধিক উচ্ছ্বসিত ঋতুপর্ণা সেনগুপ্তও। তাই এবার পুজোতে কোনওকম হুল্লোড়ের সুযোগই হাতছাড়া করেননি অভিনেত্রী। ঋতুপর্ণা সেনগুপ্তর পুজো যে জমজমাট, তা বলাই বাহুল্য।

Bijaya Dashami durga puja 2022 tollywood rituparna sengupta Entertainment News
Advertisment