scorecardresearch

বড় খবর

ভয়ঙ্কর এডিটিংয়ে বেঁকে গেল হাত! ‘দুষ্টু’ ঐন্দ্রিলার ছবি দেখে হাসির রোল, দেখুন কাণ্ড!

‘ছবি এডিট করে রোগা?’ প্রশ্ন ট্রোলারদের।

Durga Puja Carnival 2022, দুর্গাপুজো কার্নিভাল, Oindrila Sen, Ankush Oindrila, অঙ্কুশ ঐন্দ্রিলা, পুজো কার্নিভালে অঙ্কুশ ঐন্দ্রিলা, ঐন্দ্রিলা সেন ট্রোলড, mamata Banerjee, mamata Banerjee Puja Carnival, মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুজো কার্নিভ্যাল ২০২২, দুর্গাপুজো কার্নিভাল বিজেপির নিন্দা, Durga Puja 2022, দুর্গাপুজো ২০২২, TMC, Mamata Banerjee, তৃণমূল, Indian Express Entertainment News
'দুষ্টু' ঐন্দ্রিলার ছবি দেখে হাসির রোল

শনিবার রেড রোডের মেগা কার্নিভালে অংশ নিয়েছিলেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। সুজিত বসুর তত্ত্বাবধানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের হয়ে নেচে মাতিয়েছেন তারকা জুটি। লাল শাড়ি ও গয়না একেবারে অপরূপা লাগছিল ঐন্দ্রিলাকে। তবে সেই সাজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই হাসির রোল পড়ে গেল। কারণ?

সমালোচকদের দাবি, বেদমহারে ছবি এডিট করতে গিয়ে নিজের ডান হাতটাকে একেবারে বেঁকিয়ে ফেলেছেন ঐন্দ্রিলা। টুকটুকে লাল শাড়ি, ভারী গয়নায় ‘দুষ্টু’ মিষ্টি নায়িকার দিক থেকে একেবারে চোখ ফেরানো দায় হয়ে উঠেছিল! তবে নেটপাড়ার চোখ গেল ঐন্দ্রিলার ডান হাতের দিকে। যেখানে বা হাত একেবারে যথাযথ, সেখানে ওই হাতের কবজির অংশ এতটা কীভাবে বেঁকে গেল? প্রশ্ন তোলেন নেটিজেনরা।

নেটিজেনদের একাংশের দাবি, ছবি এডিট করতে গিয়েই ওই বিপত্তি ঘটেছে! কোমরের অংশ এডিট করে যাতে আরও রোগা দেখায়, সেটা করতে গিয়েই বিশ্রীভাবে হাত সরু হয়ে বেঁকে গিয়েছে। উপরন্তু ঐন্দ্রিলার ছবির কমেন্ট বক্সে ব্যঙ্গাত্মক মন্তব্যে ছেয়ে গিয়েছে। যদিও ট্রোলিং নিয়ে কোনওরকম মন্তব্য করেননি অভিনেত্রী।

প্রসঙ্গত, শনিবার রেড রোডের কার্নিভালে তারকা জুটির নাচ দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন অনুরাগীরা। এরপর রাতে ঐন্দ্রিলা ছবি দিতেই হাসির রোল নেটদুনিয়ায়। এদিন অঙ্কুশ-ঐন্দ্রিলাকে সঙ্গে নিয়েই কার্নিভালে হাজির হন পুজোর মুখ্য সদস্য সুজিত বসু। তাঁদের নাচ একেবারে তাক লাগিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দূর থেকেই আলাপচারিতা সারলেন তাঁরা। এর আগেও শ্রীভূমির পুজোয় তাঁদের দেখা গেছে।

[আরও পড়ুন: রেড রোডে নাচ অঙ্কুশ-ঐন্দ্রিলার, কার্নিভালে দুর্দান্ত অনুষ্ঠান তারকা জুটির]

পুজোর মুখেই সুইজারল্যান্ড ঘুরতে গিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। ফেরেন পুজোর শেষবেলায়। এরপর মণ্ডপে গিয়ে ছবি আপলোড করেও কটাক্ষের শিকার হতে হয় ঐন্দ্রিলা সেনকে। এবার কার্নিভালের ছবি পোস্ট করেও ট্রোলড হতে হল নায়িকাকে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Durga puja carnival 2022 oindrila sen got trolled for distorted hand