Advertisment
Presenting Partner
Desktop GIF

ঈদেও ব্লকবাস্টার সোনাদার 'দুর্গেশগড়ের গুপ্তধন'

ঈদে মুক্তি পাচ্ছে সলমন খানের ছবি 'ভারত'। প্রায় সমস্ত সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সের শো টাইম ভাইজানের দখলে।সেই সঙ্গে আরও দুটো বাংলা ছবি মুক্তি পাচ্ছে। কিন্তু এত ভিড়েও তৃতীয় সপ্তাহে নিজের জায়গা বজায় রেখেছে দুর্গেশগড়।

author-image
IE Bangla Web Desk
New Update
durgeshgorer guptodhon

'দুর্গেশগড়ের গুপ্তধন' বক্সঅফিসে হিট।

‘দুর্গেশগড়ের গুপ্তধন’ যেন বাংলার ফেলে আসা ইতিহাস এবং প্রাচীন স্থাপত্যের চোখ ধাঁধানো সমাহার। সুবর্ণ সেন অক্সফোর্ডে বছর সাত অধ্যাপনার করার পর দেশে ফিরে ইতিহাসের অধ্যাপনাই করেন। তাঁর দুই সাগরেদ আবির ও ঝিনুক। হঠাৎ তাঁদের কাছে আসে চুরি হয়ে যাওয়া একটি ছুরি, যা মহারাজা কৃষ্ণচন্দ্র রায় দিয়েছিলেন তাঁর পরম বন্ধু এক জমিদার দুর্গাবতি দেব রায়। সেই হারিয়ে যাওয়া ১৮ দশকের ছুরি এবং সেই সময়ের গুপ্তধনের খোঁজেই দুর্গেশগড়ের উদ্দেশ্যে যাত্রা সোনাদা অ্যান্ড কোম্পানির।

Advertisment

মাত্র সপ্তাহ দুই আগেই মুক্তি পেয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের গুপ্তধনের ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ইনস্টলমেন্ট 'দুর্গেশগড়ের গুপ্তধন'। আর এখনও এই ছবি দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাহলে। প্রথম তিন দিনেই ছবি আয় করেছিল ১.২৫ লক্ষ টাকা। প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৩৫টি এবং জাতীয় স্তরে ৪টি সিনেমা হল হাউজফুলের রেকর্ড গড়েছে 'দুর্গেশগড়ের গুপ্তধন'। আর ১০ দিনের শেষে এই ছবির বক্সঅফিস কালেকশন ৩.২০ কোটি টাকা।

আরও পড়ুন, যিশু ফের বলিউডে, এবার ‘সড়ক টু’

ঈদে মুক্তি পাচ্ছে সলমন খানের ছবি 'ভারত'। সে কারণে প্রায় সমস্ত মাল্টিপ্লেক্সের শো টাইম ভাইজানের দখলে। সিঙ্গেল স্ক্রিনও 'ভারত'কেই শো টাইম দিয়েছে। সেই সঙ্গে আরও দুটো বাংলা ছবি মুক্তি পাচ্ছে। কিন্তু এত ভিড়েও তৃতীয় সপ্তাহে নিজের জায়গা বজায় রেখেছে দুর্গেশগড়। চলচ্চিত্র সমালোচকদের মতে, 'দুর্গেশগড়ের গুপ্তধন' ২০১৯ এর ব্লকবাস্টার ছবি।

tollywood Abir Chatterjee Bengali Cinema
Advertisment